লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেলে যেতে হচ্ছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে।
ওয়ে ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাদণ্ডের সাজা দিল রাঁচির আদালত। একইসঙ্গে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাস করতে হবে লালুকে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা ঘোষণা করেন বিচারক শিবপাল সিং।
#FodderScam: Lalu Prasad Yadav sentenced to 3.5 years in jail and Rs 5 lakh fine by Ranchi Court pic.twitter.com/wi0Cibm93R
— ANI (@ANI) January 6, 2018
#FodderScam : Convicts Phool Chand, Mahesh Prasad, Bake Julious,Sunil Kumar, Sushil Kumar, Sudhir Kumar and Raja Ram sentenced to 3.5 years in jail and Rs 5 lakh fine each
— ANI (@ANI) January 6, 2018
পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদবকে সাড়ে ৩ বছরের কারাদণ্ডের সাজা দিল রাঁচির আদালত। একইসঙ্গে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাস করতে হবে লালুকে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা ঘোষণা করেন বিচারক শিবপাল সিং।