উত্তরপ্রদেশে স্বাস্থ্য দুর্নীতিতে অভিযুক্ত অফিসারের আত্মহত্যা

আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা এনআরএইচএম দুর্নীতিতে অভিযুক্ত অফিসার সুনীল ভার্মা। পুলিস জানিয়েছে, লখনউ-এ সরকারি আবাসনে নিজের ঘরে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সুনীল ভার্মা।

Updated By: Jan 23, 2012, 03:55 PM IST

আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা এনআরএইচএম দুর্নীতিতে অভিযুক্ত অফিসার সুনীল ভার্মা। পুলিস জানিয়েছে, লখনউ-এ সরকারি আবাসনে নিজের ঘরে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সুনীল ভার্মা।
স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগে চলতি বছরের ৪ জানুয়ারি সুনীল ভার্মার বাড়িতে হানা দেয় সিবিআই। ভার্মার বন্ধুরা ও পরিবারের লোকজন জানিয়েছেন, সিবিআই-এর হানার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। উত্তরপ্রদেশ জল নিগম-এ প্রজেক্ট ম্যানেজার ছিলেন ভার্মা। এনআরএইচএম-এরই আওতায় রয়েছে উত্তরপ্রদেশ জল নিগম। অভিযোগ, উত্তরপ্রদেশে এনআরএইচএম প্রকল্পে কেন্দ্রের দেওয়া ৫ হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে। এই দুর্নীতির অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে। এর মধ্যে মৃত সুনীল ভার্মার দফতরেই দুর্নীতির পরিমাণ ৫০০ কোটি টাকা।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে নির্বাচন আসন্ন। ভোটের আবহে রাজ্যের এনআরএইচএম দুর্নীতিতে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্য সরকারের বিরোধীরা। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা ও বহুজন সমাজ পার্টি থেকে বিতাড়িত হয়েছেন উত্তরপ্রদেশের পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী বাবু সিং কুশওয়া। দল থেকে বিতাড়িত হয়ে বিজেপি-তে যোগ দেন কুশওয়া। পরে দলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশের প্রতিবাদে বিজেপি থেকে তাঁর সদস্যপদ খারিজ করা হয়। সুনীল ভার্মার আত্মহত্যা-সহ মায়াবতীর রাজ্যে এনআরএইচএম দুর্নীতিতে জড়িত ৪ জন অফিসারের মৃত্যু হল। এর আগে দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের দুজন চিকিত্‍সককে খুন করা হয়। এছাড়া লখনউ জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিযুক্ত অপর এক চিকিত্‍সকের।

.