দাদরি কাণ্ডে বিজেপি নেতার ছেলে সহ ধৃত দুই নাবালক
দাদরি কাণ্ডে বিজেপি নেতার ছেলে সহ গ্রেফতার মূল দুই অভিযুক্ত। ধৃত দুজনই নাবালক। এখনও পর্যন্ত এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দাদরির বিশারা গ্রামে যান অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী।দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো না রুখে রাজনৈতিক ফয়দা তুলতেই ব্যস্ত অধিকাংশ দল।
![দাদরি কাণ্ডে বিজেপি নেতার ছেলে সহ ধৃত দুই নাবালক দাদরি কাণ্ডে বিজেপি নেতার ছেলে সহ ধৃত দুই নাবালক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/04/43383-kothai.jpg)
ওয়েব ডেস্ক: দাদরি কাণ্ডে বিজেপি নেতার ছেলে সহ গ্রেফতার মূল দুই অভিযুক্ত। ধৃত দুজনই নাবালক। এখনও পর্যন্ত এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দাদরির বিশারা গ্রামে যান অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী।দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো না রুখে রাজনৈতিক ফয়দা তুলতেই ব্যস্ত অধিকাংশ দল।
গতকাল দাদরি যাওয়ার পথে প্রশাসন কেজরিওয়ালকে বাধা দেয় বলে অভিযোগ। নিহত মহম্মদ ইকলাখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীও। দাদরির বিশারা গ্রামেই গোমাংস খাওয়ার অভিযোগ তুলে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ইকলাখের বাইশ বছরের ছেলে দানিশ।