মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০জনের
মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দশজনের। আজ সকাল ছাটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের চিত্রকূটের কামতানাথ মন্দিরে। মৃতদের মধ্যে ছজন মহিলা। জখম হয়েছেন কমপক্ষে ষাটজন। সোমবতী অমাবস্যা উপলক্ষে মন্দিরে ভিড় করেন পূর্ণ্যার্থীরা। হুড়োহুড়ির চোটে ঘটে দুর্ঘটনা। মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
![মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০জনের মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০জনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/25/28444-crowd.jpg)
ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের চিত্রকূটের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দশজনের। আজ সকাল ছাটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের চিত্রকূটের কামতানাথ মন্দিরে। মৃতদের মধ্যে ছজন মহিলা। জখম হয়েছেন কমপক্ষে ষাটজন। সোমবতী অমাবস্যা উপলক্ষে মন্দিরে ভিড় করেন পূর্ণ্যার্থীরা। হুড়োহুড়ির চোটে ঘটে দুর্ঘটনা। মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
(বিস্তারিত খবর কিছু পরে)