পদত্যাগ করলেন শ্লীলতাহানিতে অভিযুক্ত মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগনাথন

পদত্যাগ করলেন শ্লীলতাহানিতে অভিযুক্ত মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগনাথন। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, ৭ ডিসেম্বর তিনি ইন্টারভিউ দিতে রাজভবনে গিয়েছিলেন। ছিলেন আরও কয়েকজন মহিলা প্রার্থীও। মহিলার অভিযোগ, রাজ্যপাল তাঁকে ঘরে ডেকে জড়িয়ে ধরেন। যদিও সম্মুগনাথন সেই অভিযোগ খারিজ করেছেন।

Updated By: Jan 27, 2017, 08:28 AM IST
পদত্যাগ করলেন শ্লীলতাহানিতে অভিযুক্ত মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগনাথন

ওয়েব ডেস্ক: পদত্যাগ করলেন শ্লীলতাহানিতে অভিযুক্ত মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগনাথন। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, ৭ ডিসেম্বর তিনি ইন্টারভিউ দিতে রাজভবনে গিয়েছিলেন। ছিলেন আরও কয়েকজন মহিলা প্রার্থীও। মহিলার অভিযোগ, রাজ্যপাল তাঁকে ঘরে ডেকে জড়িয়ে ধরেন। যদিও সম্মুগনাথন সেই অভিযোগ খারিজ করেছেন।

আরও পড়ুন কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুরের আদালতে আজ হাজিরা দেবেন সলমন খান

তাঁর দাবি, প্রশংসায় তিনি মেয়েদের পিঠ চাপড়েছিলেন মাত্র। এরপরই রাজভবনের কর্মীরা জোটবদ্ধ হয়ে রাজ্যপালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। রাজভবনে নারীসঙ্গের গুরুতর নালিশ করা হয়। রাজ্যপালের বিরুদ্ধে এভাবে রাজভবনের কর্মীদের সরব হওয়া নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন  ৬৮ তম প্রজাতন্ত্র দিবসে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শন

.