‘বিজেপির সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী অযোগ্য মেহবুবা’, দলেই বিক্ষোভের মুখে পিডিপি নেত্রী

আনসারি বলেন, ‘সবসময়ে বলে আসছিলাম মেহবুবাকে ঘিরে রেখেছেন স্তাবকরা। এরাই দলটাকে নষ্ট করছে। উনি আমার কথায় কান দেননি।’

Updated By: Jul 2, 2018, 08:54 PM IST
‘বিজেপির সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী অযোগ্য মেহবুবা’, দলেই বিক্ষোভের মুখে পিডিপি নেত্রী

নিজস্ব প্রতিবেদন: বিজেপির সঙ্গে বিচ্ছেদের পর মেহবুবা মুফতির বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করছে দলে। পিডিপি প্রধানের বিরুদ্ধে এবার মুখ খুললেন দলের গুরুত্বপূর্ণ নেতা ইমরান আনসারি। নেতৃত্বে বদল আনার দাবির পাশাপাশি সরকার ভাঙার দায় মেহবুবার ওপরেই চাপিয়ে দিলেন ইমরান। মেহবুবাকে ‘অ‌যোগ্য’ বলেও মন্তব্য করলেন পিডিপি নেতা।

আরও পড়ুন-"...নাহি দেব সূচাগ্র মেদিনী", ঝাড়গ্রামে ৮ ব্লকে ৫ সভাপতি বদল তৃণমূলের

জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ার পর এখন নতুন করে সরকার গড়ার জল্পনা শুরু হয়েছে। এক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে কংগ্রেস। এমনই একটা গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি পিডিপির মধ্যে বিক্ষুব্ধ বিধায়কদের নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে আনসারি বলেন, ‘সবসময়ে বলে আসছিলাম মেহবুবাকে ঘিরে রেখেছেন স্তাবকরা। এরাই দলটাকে নষ্ট করছে। ভুল পথে চালিত করছে মেহবুবাকে। উনি আমার কথায় কান দেননি। তার ফলেই দলের এই হাল।’

আরও পড়ুন-‘মুখ্যমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হল?’ কলেজ ভর্তিতে অনিয়মে বিস্ফোরক সাধন

এদিকে, সংবাদ সংস্থার খবর অনু‌যায়ী দলের সঙ্গে এখন দুরত্ব বজায় রাখছেন ইমরান। তাঁর দাবি, রাজ্যের জন্য বিপুল পরিমান বরাদ্দ করেছিল কেন্দ্র। সেই টাকা তিনি ঠিকঠাক খরচ করতে পারনেনি মেহবুবা।

.