'ইসলাম সঙ্কটে'-বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিলেন এমজে আকবর

লোকসভায় তিন তালাক বিলের বিতর্কে বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয়মন্ত্রী এমজে আকবর। 

Updated By: Dec 28, 2017, 10:03 PM IST
 'ইসলাম সঙ্কটে'-বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিলেন এমজে আকবর

নিজস্ব প্রতিবেদন: তিন তালাক নিয়ে লোকসভায় বিতর্কে বিরোধীদের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর। মোদী সরকারের তিন তালাক বিলের সমালোচনায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দাবি করেছিল, ইসলাম সঙ্কটে। সেই সুরই শোনা গিয়েছে বিরোধীদের গলায়। তার মোকাবিলায় আসরে নামেন বিজেপির সংখ্যালঘু সাংসদ এমজে আকবর। 

এম জে আকবর বলেন, ''অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে বিশ্বাসযোগ্যতা কি? কে এদের মুসলিম সমাজের প্রতিনিধি বানিয়েছে?'' তিনি আরও বলেন, ''ভারতের স্বাধীনতার আগে ইসলাম সঙ্কটে স্লোগান শোনা গিয়েছিল। সেই একই কথা আবার বলে সমাজে বিষ ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমি মুসলিম হয়ে বলছি, ইসলাম সঙ্কটে নেই।'' 

আরও পড়ুন- ধর্মীয় অনুষ্ঠানে মানিক সরকার, বিতর্ক ত্রিপুরায়

কোরাণ উল্লেখ করে আকবর বলেন, ''ইশ্বরের নামে মহিলাদের উপরে কোনও অত্যাচার করা যাবে না বলে নিদান রয়েছে। ১৪০০ বছর পরও কিছু অজ্ঞানী পুরুষ সেই কাজ করছেন।'' বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিল। 

.