এবার মোবাইলে অ্যানড্রয়েড গেমে মোদী ম্যাজিকের ঝলক

থ্রিডি হলোগ্রামের সাহায্যে ভাষণ তো ছিলই। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার তৈরি হল মোবাইল অ্যান্ড্রয়েড গেম। ন-মো আর মোদী রান নামে দুটি খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গেমারদের মধ্যে। অ্যান্ড্রয়েড টু পয়েন্ট টু বা তার চেয়ে উন্নত মোবাইলে লোড করা যাবে এই খেলাগুলো।

Updated By: Oct 4, 2013, 07:12 PM IST

থ্রিডি হলোগ্রামের সাহায্যে ভাষণ তো ছিলই। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার তৈরি হল মোবাইল অ্যান্ড্রয়েড গেম। ন-মো আর মোদী রান নামে দুটি খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গেমারদের মধ্যে। অ্যান্ড্রয়েড টু পয়েন্ট টু বা তার চেয়ে উন্নত মোবাইলে লোড করা যাবে এই খেলাগুলো।
২০১২-এর গুজরাতের বিধানসভা নির্বাচন। থ্রিডি হলোগ্রামের মাধ্যমে এক সঙ্গে একাধিক জায়গায় ভাষণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন প্রযুক্তির সঙ্গে তিনি বেশ সড়গড়। লোকসভা ভোটে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী সেই টেকস্যাভি নরেন্দ্র মোদী এবার হাজির অ্যান্ড্রয়েড মোবাইল গেমের দুনিয়ায়।
তাঁকে নিয়ে তৈরি দুটি খেলা সুপার ন-মো আর মোদি রান বেশ জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেমারদের মধ্যে। মোদীর থিমে তৈরি এই ডিজিটাল খেলাগুলিতে মজার সঙ্গেই মেশানো হয়েছে রাজনৈতিক প্রচারকেও। বিজেপির তরফে জানানো হয়েছে, মোদির জনপ্রিয়তার কারণেই গুজরাতের কয়েকটি সফটওয়্যার কোম্পানি এই গেমগুলি তৈরি করেছে। যদিও এটা মোদীর নির্বাচনী কৌশলের অংশ কীনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি।
 
এখন দেখার ভারচুয়াল রিয়েলিটির জনপ্রিয়তা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনের দিকে কতটা এগিয়ে দিতে পারে।
 

.