মহিলাদের সামাজিক সুরক্ষায় জোর, মন কি বাতে মেয়েকে সঙ্গে নিয়ে সেলফি তোলার বার্তা মোদীর

সামনেই রাখী বন্ধন। মন কি বাতে তাই গুরুত্ব পেল দেশের মহিলাদের কথা। মাসিক রেডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সামাজিক সুরক্ষায় জোর দিলেন। ১২ টাকা এবং ৩২০ টাকার কেন্দ্রীয় সুরক্ষা প্রকল্প মহিলাদের জীবনকে সুরক্ষিত করবে বলে জানান প্রধানমন্ত্রী। কন্যা সন্তানের সংখ্যা কমে যাওয়া নিয়েও নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেন। মেয়েকে সঙ্গে নিয়ে সেলফি তুলে তা সোস্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করতেও তিনি উত্‍সাহ দেন। সেখানে সরকারের বেটি বাঁচাও আন্দোলনের জন্য নতুন নতুন স্লোগানও পোস্ট করতে বলেন প্রধানমন্ত্রী। জানান, সেরা স্লোগান বেছে নিয়ে মন কি বাতের পরবর্তী পর্বে ঘোষণা করা হবে।

Updated By: Jun 28, 2015, 09:39 PM IST
মহিলাদের সামাজিক সুরক্ষায় জোর, মন কি বাতে মেয়েকে সঙ্গে নিয়ে সেলফি তোলার বার্তা মোদীর

ওয়েব ডেস্ক: সামনেই রাখী বন্ধন। মন কি বাতে তাই গুরুত্ব পেল দেশের মহিলাদের কথা। মাসিক রেডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সামাজিক সুরক্ষায় জোর দিলেন। ১২ টাকা এবং ৩২০ টাকার কেন্দ্রীয় সুরক্ষা প্রকল্প মহিলাদের জীবনকে সুরক্ষিত করবে বলে জানান প্রধানমন্ত্রী। কন্যা সন্তানের সংখ্যা কমে যাওয়া নিয়েও নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেন। মেয়েকে সঙ্গে নিয়ে সেলফি তুলে তা সোস্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করতেও তিনি উত্‍সাহ দেন। সেখানে সরকারের বেটি বাঁচাও আন্দোলনের জন্য নতুন নতুন স্লোগানও পোস্ট করতে বলেন প্রধানমন্ত্রী। জানান, সেরা স্লোগান বেছে নিয়ে মন কি বাতের পরবর্তী পর্বে ঘোষণা করা হবে।

.