২৮ অগাস্ট থেকে দেশ জুড়ে চালু হচ্ছে মোদীর জন ধন যোজনা প্রকল্প

এ মাসের ২৮ তারিখ থেকে দেশজুড়ে চালু হচ্ছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্প। জাতীয় অগ্রাধিকারের তালিকায় রয়েছে এই প্রকল্প। প্রকল্প রূপায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্যেক ব্যাঙ্ক অফিসারকে ই-মেল করেছেন নরেন্দ্র মোদী।

Updated By: Aug 26, 2014, 11:30 AM IST
২৮ অগাস্ট থেকে দেশ জুড়ে চালু হচ্ছে মোদীর জন ধন যোজনা প্রকল্প

ব্যুরো: এ মাসের ২৮ তারিখ থেকে দেশজুড়ে চালু হচ্ছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্প। জাতীয় অগ্রাধিকারের তালিকায় রয়েছে এই প্রকল্প। প্রকল্প রূপায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্যেক ব্যাঙ্ক অফিসারকে ই-মেল করেছেন নরেন্দ্র মোদী।

জন ধন প্রকল্পে দেশের প্রতিটি নিম্নবিত্ত পরিবারের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা বলা হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর গ্রাহকদের দেওয়া হবে ডেবিট কার্ড। সঙ্গে থাকবে এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমার সুবিধা। স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর আশা, প্রথম পর্যায়ে দেশের সাত কোটি পরিবারকে এর আওতায় আনা যাবে। দ্বিতীয় পর্যায়ে আরও সাত কোটি পরিবারকে প্রধানমন্ত্রীর জন ধন যোজনায় অন্তর্ভুক্ত করা হবে।  ই-মেলে মোদী লিখেছেন, কাজটি কঠিন হলেও, প্রকল্প রূপায়নে ব্যাঙ্ক কর্মীরা যেন সর্বতোভাবে চেষ্টা করেন।

.