লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবে সংখ্যালঘুদের এক তৃতীয়াংশ, দাবি নকভির

বিজেপিকে সংখ্যালঘুদের সমর্থন নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছেন নকভি। তাঁর দাবি, ‘২০১৪ সালের নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল দেশের ১৮-২০ শতাংশ সংখ্যালঘু

Updated By: Jul 8, 2018, 06:48 PM IST
লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবে সংখ্যালঘুদের এক তৃতীয়াংশ, দাবি নকভির

নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি এনডিএ সরকারের উন্নয়নের রাজনীতির কাছে হার মেনেছে। শুধু তাই নয়, একথা মাথায় রেখে দেশের ৩০-৩৫ শতাংশ সংখ্যালঘু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

আরও পড়ুন-গাড়ি ভাড়া নিয়ে চালক খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বিজেপিকে সংখ্যালঘুদের সমর্থন নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছেন নকভি। তাঁর দাবি, ‘২০১৪ সালের নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল দেশের ১৮-২০ শতাংশ সংখ্যালঘু। এবার সেই পরিমাণ ৩০-৩৫ শতাংশ হয়ে ‌যাবে।’

কেন সংখ্যালঘু ভোটের হার বাড়বে? নকভির ‌যুক্তি, ‘বিরোধীরা বিজেপি সম্পর্কে ‌যে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল তা অনেকটাই দূর হয়েছে। এই সরকারের আমলে দেশে বড় কোনও দাঙ্গা হয়নি। সরকারের উদ্যেশই হল সাধারণ মানুষকে ভয়মুক্ত করা। পাশাপাশি দেশ থেকে জঙ্গি ও সাম্প্রদায়িক কা‌র্যকলাপ দূর করা। ইউপিএ-র ১০ বছরে দেশে ৫৩০ জন নিরাপরাধ মুসলিমকে জেলে ভরা হয়েছিল। বর্তমান সরকারের আমলে সেই সংখ্যা শূন্য। পাশপাশি ওই ৫৩০ জন মুসলিমের মধ্যে ৯০ শতাংশ মুক্তি পেয়েছেন।’

আরও পড়ুন-লোকসভায় মোদীর পাশেই থাকবেন নীতীশ,সিদ্ধান্ত জেডিইউ-র কর্মসমিতির বৈঠকে: সূত্র

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর দাবি, ‘২০১৪ সালে কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে সংখ্যালঘুদের উন্নয়ণের লক্ষে কাজ করছে সরকার। বর্তমানে তাদের মধ্যে একটা ধারনা তৈরি হয়েছে ‌যে নরেন্দ্র মোদী মানেই উন্নয়ন।’

.