এসি মেট্রোর পর এসি লোকাল, বড়দিনেই যাত্রা শুরু মুম্বইয়ে
রোজ ১২টি এসি লোকাল চালানো হবে। থাকছে মান্থলি টিকিটের ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদন: রোজকার ধাক্কাধাক্কি, ভিড় থেকে রেহাই। এবার এসি মেট্রোর মতো চলবে এসি লোকাল ট্রেন। আগামিকাল অর্থাৎ বড়দিন থেকেই মুম্বইয়ে চালু হচ্ছে এই পরিষেবা। আপাতত চার্চগেট থেকে বরিভালি পর্যন্ত চলবে এটি লোকাল।
পশ্চিম রেল সূত্রে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, ১২ বগির এসি লোকাল দুপুর ২টো ১০ মিনিটে প্রথম যাত্রা শুরু করবে। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দার ভাকর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘মুম্বইবাসীদের বড়দিনের উপহার হিসেবে প্রথম এসি লোকাল ট্রেন চলবে ২৫ ডিসেম্বর থেকে। তবে লোকাল ট্রেনের সংখ্যা ঠিকই থাকবে।’
নতুন এই এসি লোকালে মেট্রো রেলের কামরার মতোই সয়ংক্রিয় দরজা থাকবে। গোটা ট্রেনে ধরবে মোট ৫,৯৬৪ জন। এদের মধ্যে বসার জায়গা পাবেন ১০২৮ জন। কামরাগুলিতে থাকছে এলইডি আলো। ট্রেনগুলির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। প্রতিদিন ১২টি এই ধরনের এসি লোকাল চালানো হবে। লোকাল ট্রেনের মতোই এইসব ট্রেনে থাকছে মান্থলি টিকিটের ব্যবস্থা। তবে টিকিটের দাম হবে সাধাররণ লোকাল টিকিটের থেকে বেশ খানিকটা বেশি।
এদিকে, রেলের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রে সংবামাধ্যমের খবর, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও সেকেন্দ্রাবাদের মতো শহরেও এই ধরনের এসি লোকাল চালানোর পরিকল্পনা করছে রেল।
আকও পড়ুন- সবংয়ে সবুজ ঝড়, স্বামী মানসকে টপকে রেকর্ড ভোটে জয়ী স্ত্রী গীতা