সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ বৈঠক নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার
সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও কনফারেন্স বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, গুলশন হামলায় আজ আরও ৪ JMB জঙ্গিকে গ্রেফতার করল RAB।
ওয়েব ডেস্ক : সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও কনফারেন্স বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, গুলশন হামলায় আজ আরও ৪ JMB জঙ্গিকে গ্রেফতার করল RAB।
ঢাকার গুলশন। দেশের কূটনৈতিক চত্বর। এহেন হাই প্রোফাইল জোনই জঙ্গিহানা। বলি ২২টি নিরীহ প্রাণ। ছ'দিনের ব্যবধানে ফের হামলা। ইদের দিন রক্ত ঝরল কিশোরগঞ্জের শোলাকিয়ায়। জঙ্গিদের নিশানায় এশিয়ার সবচেয়ে বড় নমাজের জমায়েত।
গত কুড়ি দিনে বার বার সন্ত্রাসের শিকার হয়েছে বাংলাদেশ। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। JMB জঙ্গি ঘাঁটি ভাঙতে লাগাতার অপারেশন চালাচ্ছেন RAB- ও বাংলাদেশ পুলিস। বৃহস্পতিবরা গুলশন হামলায় জড়িত সন্দেহে আরও চারজনকে JMB জঙ্গিকে গ্রেফতার করে RAB। বৃহস্পতিবার সন্ত্রাস মোকাবিলায় হাসিনার ভূমিকায় ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।
দিনকয়েক আগেই এরাজ্য থেকে ধরা পড়েছে IS জঙ্গি মুসা। গোয়েন্দা রিপোর্ট বলছে, JMB, IS-র মতো জঙ্গি সংগঠন জাল ছড়িয়েছে এপার বাংলাতেও। যেকোনও দিন হতে পারে বড়সড় হামলা হতে পারে এখানেও। সন্ত্রাস মোকাবিলায় প্রতিবেশী দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মোদী।
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রোপোলে উদ্বোধন হল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থল বন্দরের। বাণিজ্য ও সন্ত্রাস মোকাবিলায় দুদেশের ঐক্যের ওপর জোর দেন হাসিনা -মমতা দুজনেই।
#WATCH: PM Modi & B'desh PM Sheikh Hasina jointly inaugurate Petrapole Integrated checkpost through video conferencehttps://t.co/MmEQChKsBO
— ANI (@ANI_news) July 21, 2016