দীপাবলিতে দেশীয় জিনিসপত্র কেনার আবেদন নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিও
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা একটি ভিডিও আকারে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।
নিজস্ব প্রতিবেদন: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, দীপাবলির কেনাকাটায় যেন লাভবান হন দেশের আম আদমি।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা একটি ভিডিও আকারে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। ভিডিওয় দেখা যাচ্ছে, ইন্দোরের যুবকের হাতে তৈরি কুর্তা পরছেন এক শিশু। গ্রাম্যবধূর মাটির প্রদীপ থেকে লক্ষ্মীর পিড়ে কাজে লাগছে দীপাবলিতে।
নরেন্দ্র মোদীর বার্তা, ''আমরা দীপাবলির কেনাকাটা করার সময়ে যেন খেয়াল রাখি, আমরা যে জিনিস কিনছি, তা যেন দেশের সকল নাগরিকের লাভ হয়। কেনাকাটার সময়ে গরিব থেকে গরিব মানুষের কথা ভাবা উচিত''।
आइए इस दीपावली को कुछ ख़ास बनाए, जो हमसे दूर है कहीं उन्हें भी अपने हर्षोल्लास का भागी बनाए।
इस दीपावली, आपके दियें किसी के चहरे पर ख़ुशी ला सकते है, आपके नए कपड़े किसी के घर में रोशनी ला सकते है।
इस दीपावली अपने देशवासियों के साथ ख़ुशी बाँटे। pic.twitter.com/7ZaWoECTVA
— Jagat Prakash Nadda (@JPNadda) November 4, 2018
ঝাঁ চকচকে বিপণীবিতানে বিদেশি জিনিসপত্র কেনার চল বাড়ছে। আর তাতে মার খাচ্ছে মাটির প্রদীপ থেকে প্রতিমা। এই প্রবণতা বদলেরই ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#GoLocal নামে একটি সংস্থা তাদের বিজ্ঞাপনী প্রচারও শুরু করে দিয়েছে। তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সত্যিই তো রাস্তার ধারে যাঁরা পসরা সাজিয়ে বসে থাকেন, তাঁদের কথা কি ভাবা যায় না উত্সবে? সকলের মুখে হাসি ফোটাতেই তো আসে প্রতিটা উত্সব। উত্সবের আনন্দ ভাগ করে নিন সকলের সঙ্গে।
আরও পড়ুন- মোদী জ্যাকেট ও কুর্তায় খাদির মরা গাঙে বান, রেকর্ড বিক্রি পোশাকের