ইংল্যান্ড সফরেও ভোট-রাজনীতি প্রধানমন্ত্রীর
ভোটের স্বার্থেই বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস, অভিযোগ কংগ্রেসের।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড সফরেও কর্ণাটকের ভোট রাজনীতি থেকে দূরে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী। লিঙ্গায়েত ও বীরশৈবদের ধর্মগুরু দ্বাদশ শতকের সন্ন্যাসী বাসবেশ্বরের জন্মদিনে লন্ডনে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন মোদী।
লন্ডনের আলবার্ট এমব্যাঙ্কমেন্ট গার্ডেনে বাসবেশ্বরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। আজই কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে লিঙ্গায়েত ধর্মগুরুকে শ্রদ্ধা জানান অমিত শাহ। এমনকি টুইট করেছেন রাহুল গান্ধীও।
ಆಚಾರವೇ ಸ್ವರ್ಗ, ಅನಾಚಾರವೇ ನರಕ ಎಂದಿದ್ದಾರೆ ಅಣ್ಣ ಬಸವಣ್ಣ. ಕರುನಾಡು ತನ್ನ ಆಚಾರ ವಿಚಾರಗಳೊಂದಿಗೆ ಮತ್ತೆ ಸ್ವರ್ಗದಂತಾಗಲಿ ಎಂದು ಆಶಿಸೋಣ. ಕಾಯಕ, ದಾಸೋಹ, ಸಮಾನತೆಯ ತತ್ತ್ವ ಬೋಧಿಸಿದ ಮಹಾನ್ ಮಾನವತಾವಾದಿ ಜಗಜ್ಯೋತಿ ಬಸವೇಶ್ವರರ 885ನೇ ಜಯಂತಿಯ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ನಮ್ಮ ಆಶಯಗಳು ಅಕ್ಷಯವಾಗಲಿ, ಎಲ್ಲರಿಗೂ ಶುಭಾಶಯಗಳು. pic.twitter.com/NPveYNvjnI
— Amit Shah (@AmitShah) 18 April 2018
My tributes to Basavanna on the auspicious occasion of Basava Jayanti.
ಬಸವ ಜಯಂತಿಯ ಶುಭ ದಿನದಂದು ಮಹಾಕಾಯಕ ಯೋಗಿ ಬಸವಣ್ಣನವರಿಗೆ ನನ್ನ ಭಕ್ತಿ , ಗೌರವ ಪೂರ್ಣ ನಮನಗಳು
— Rahul Gandhi (@RahulGandhi) 18 April 2018
কর্ণাটকে লিঙ্গায়েতদের আলাদা ধর্মের মর্যাদা দিয়েছে সিদ্দারামাইয়া সরকার। বিজেপির দাবি, ভোটের স্বার্থেই বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস। কর্ণাটকে লিঙ্গায়েত ও বীরশৈবদের ভোট সাধারণত বিজেপির বাক্সেই পড়ে। তবে এবার লিঙ্গায়েতদের আলাদা ধর্মের স্বীকৃতি দিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, কর্ণাটকের উত্তাপ টের পাচ্ছেন প্রধানমন্ত্রী। এমনিতেই ধর্ষণ, দলিত বিক্ষোভের মতো ঘটনাগুলি অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। সে কারণে লন্ডনেও রাজনীতি থেকে দূরে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- মহিলা সাংবাদিকের গালে স্পর্শ তামিলনাড়ুর রাজ্যপালের, চাইলেন ক্ষমা