শিবরাত্রিতে গ্রামের মন্দিরে পুজোপাঠ সেরে মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

আমদাবাদের কাছে রায়সেন গ্রামে থাকেন প্রধানমন্ত্রীর মা। সোমবার বিকেলে সেখানে যান মোদী। প্রথমে গ্রামের প্রসিদ্ধ ধোলেশ্বর মন্দিরে শিবরাত্রির পুজোপাঠ করেন মোদী। এর পর যান মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদীও। 

Updated By: Mar 5, 2019, 10:12 AM IST
শিবরাত্রিতে গ্রামের মন্দিরে পুজোপাঠ সেরে মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব প্রতিবেদন: শিবরাত্রিতে নিজের গ্রামের মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করলেন মা হীরাবেন-এর সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের সঙ্গে ৩০ মিনিট সময় কাটান মোদী। 

 

সোমবার ২ দিনের গুজরাট সফরে গিয়েছেন মোদী। প্রথম দিন একাধিক সভায় যোগ দেন তিনি। বিকেলে যান আমদাবাদের কাছে নিজের গ্রামে। আমদাবাদের কাছে রায়সেন গ্রামে থাকেন প্রধানমন্ত্রীর মা। সোমবার বিকেলে সেখানে যান মোদী। প্রথমে গ্রামের প্রসিদ্ধ ধোলেশ্বর মন্দিরে শিবরাত্রির পুজোপাঠ করেন মোদী। এর পর যান মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদীও। 

গর্ত থেকে বার করে মারব জঙ্গিদের, বললেন প্রধানমন্ত্রী মোদী

এর আগে এক সভায় ভাষণ দেওয়ার সময় ধর্মীয় আচারের সমালোচকদের পালটা সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, আমার সেই সব মানুষদের জন্য কষ্ট হয় যাঁরা ধর্মীয় আচারের সমালোচনা করেন। আধ্যাত্মিকতাই এমন শক্তি যা আমাদের দেশকে হাজার হাজার বছর ধরে চালিয়েছে, ওরা এটা বুঝতে পারেন না।

.