নতুন প্রযুক্তির এসি কোচ আনার ভাবনা ভারতীয় রেলের

শীততাপ নিয়ন্ত্রিত নতুন ধরনের কোচ আনতে চলেছে ভারতীয় রেল। ভাড়া সাধারণ এসি থ্রি টিয়ারের থেকেও কম। সঙ্গে সংয়ক্রিয় দরজা সহ একাধিক ফিচার্স থাকতে চলেছে সেই ট্রেনে।

Updated By: Jul 2, 2017, 02:22 PM IST
নতুন প্রযুক্তির এসি কোচ আনার ভাবনা ভারতীয় রেলের

ওয়েব ডেস্ক : শীততাপ নিয়ন্ত্রিত নতুন ধরনের কোচ আনতে চলেছে ভারতীয় রেল। ভাড়া সাধারণ এসি থ্রি টিয়ারের থেকেও কম। সঙ্গে সংয়ক্রিয় দরজা সহ একাধিক ফিচার্স থাকতে চলেছে সেই ট্রেনে।

থ্রি টিয়ার ইকনোমি কোচ ছাড়াও সেই ট্রেনে থাকছে এসি টু টিয়ার ও ফার্স্ট এসি কোচ। তবে, বর্তমান ব্যবস্থার মত সেই কোচগুলিতে কম্বলের দরকার পড়বে না যাত্রীদের বলে রেল সূত্রে জানানো হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থাকছে প্রতিটি কোচে বিশেষ ব্যবস্থা। যার ফলে ট্রেনের ভিতর তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

বর্তমানে রাজধানা, শতাব্দী ও হামসফর এক্সপ্রেস ছাড়া বাকি মেল ও এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাস ছাড়া রয়েছে এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার ও ফার্স্ট এসি কোচ। এই পরিস্থিতিতে দেশের বেশিরভাগ যাত্রীদের জন্য এসি ট্রেনের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে রেল। তবে, ভাড়ার দিকটায় নজর রেখেই।

আরও পড়ুন- স্ক্যানারে ৩ লাখ কোম্পানি, কালো টাকা নিয়ে তথ্য দেবে সুইস ব্যাঙ্ক : PM মোদী

.