এয়ার ইন্ডিয়া শেয়ার বিক্রিতে বাড়ল জটিলতা

ইন্ডিগো ও জেট এয়ারওয়েজ প্রারম্ভিকভাবে আগ্রহ প্রকাশ করলেও, পরে তারা সেখান থেকে পিছিয়ে আসে

Updated By: May 31, 2018, 08:19 PM IST
এয়ার ইন্ডিয়া শেয়ার বিক্রিতে বাড়ল জটিলতা

নিজস্ব প্রতিবেদন : ঋণে জেরবার রাষ্ট্রায়ত্ব সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনতে এগিয়ে এল না কোনও সংস্থাই। বৃহস্পতিবারই ছিল এই সংস্থার নিলামের শেষ দিন। কিন্তু, এদিন বিকেল ৫টা পর্যন্ত এয়ার ইন্ডিয়াকে কেনার ক্ষেত্রে কোনও সংস্থাই আগ্রহ প্রকাশ করেনি। প্রাথমিকভাবে এই সংস্থাটির নিলামের শেষ দিন ধার্য করা হয়েছিল ১৪ মে। পরে তা বাড়িয়ে ৩১মে করা হয়।

বিপুল ঋণের বোঝা নিয়ে গত মার্চে নরেন্দ্র মোদী সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে নিলামের শেষ দিন ঠিক করা হয় ১৪ মে। পরে তা ৩১ মে পর্যন্ত বর্ধিত করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইতিমধ্যেই রীতিমতো ঘোষণা করে আগ্রহীদের তালিকা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে জেট এয়ারওয়েজ ও ইন্ডিগোর মতো সংস্থাগুলি। মনে করা হচ্ছে, রাষ্ট্রয়ত্ব সংস্থাটি বিক্রির জন্য কেন্দ্র যে শর্ত আরোপ করেছে তাতেই একের পর এক বিমান সংস্থা পিছিয়ে যাচ্ছে।

ইন্ডিগো ও জেট এয়ারওয়েজ প্রারম্ভিকভাবে আগ্রহ প্রকাশ করলেও, পরে তারা সেখান থেকে পিছিয়ে আসে।         

দিন কয়েক আগে কেন্দ্রীয় বিমান পরিবহণ সচিব আর এন চৌবে বলেছিলেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করার সিদ্ধান্ত একমাত্র কেন্দ্রই নেবে। ফলে প্রস্তাবিত দর যথেষ্ট বলে মনে না হলে, তাঁরা শেয়ার বেচার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে।

আরও পড়ুন- কর্ণাটকে অর্থ পেল জেডিএস, স্বরাষ্ট্র কংগ্রেসের

.