দিল্লিতে হবে না Lockdown,করা হবে কড়া পদক্ষেপ : Arvind Kejriwal

কেজরিয়াল জানিয়েছেন, দিল্লিতে যে পরিমাণ কোভিড ভ্যাকসিন মজুত আছে, তা দিয়ে খুব বেশি ৭ থেকে ১০ দিন চালানো সম্ভব হবে। 

Updated By: Apr 10, 2021, 03:10 PM IST
দিল্লিতে হবে না Lockdown,করা হবে কড়া পদক্ষেপ : Arvind Kejriwal

নিজস্ব প্রতিবেদন: রাজধানীতে করোনার বাড়বাড়ন্তের মধ্যে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন,  দিল্লিতে আরও একবার সম্পূর্ণ লকডাউন জারি করা   হবে না। শিগগিরই রাজধানীতে নতুন COVID-19 বিধিনিষেধ আরোপ করা হবে। 

অরবিন্দ কেজরিওয়াল টিকাকরণ থেকে বয়সের সীমা তুলে দেওয়ার অনুরোধ করেছেন।    যদি সেই নিয়ম লাগু হয় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে দিল্লিতে সবাইকে টিকা দেওয়ার পর্ব শুকু করতে চান কেজরিওয়াল। 

তবে কেজরিয়াল জানিয়েছেন, দিল্লিতে যে পরিমাণ কোভিড ভ্যাকসিন মজুত আছে, তা দিয়ে খুব বেশি ৭ থেকে ১০ দিন চালানো সম্ভব হবে। 

যদি আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন থাকে ও বয়সের সময়সীমা তুলে দেয় তাহলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে টিকাকরণ প্রক্রিয়ার প্রথম ডোজ শেষ কর সম্ভব হবে। 

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দিল্লিতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। শুক্রবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  

.