নোট বদলের সিদ্ধান্তের ওপর এখনই স্থগিতাদেশ নয় : অর্থমন্ত্রক

নোট বদলের ওপর স্থগিতাদেশ নয়, সরাসরি জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাদের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে নোট বদলের সিদ্ধান্তের ওপর কোনও ভাবেই স্থগিতাদেশ আনা হচ্ছে না। যেভাবে ১০ নভেম্বর থেকে কাজ চলছিল সেভাবেই চলবে।

Updated By: Nov 18, 2016, 05:37 PM IST
নোট বদলের সিদ্ধান্তের ওপর এখনই স্থগিতাদেশ নয় : অর্থমন্ত্রক

ওয়েব ডেস্ক : নোট বদলের ওপর স্থগিতাদেশ নয়, সরাসরি জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাদের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে নোট বদলের সিদ্ধান্তের ওপর কোনও ভাবেই স্থগিতাদেশ আনা হচ্ছে না। যেভাবে ১০ নভেম্বর থেকে কাজ চলছিল সেভাবেই চলবে।

প্রসঙ্গত কিছুক্ষণ আগেই, দেশজুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ব্যাঙ্কে আর বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা যাবে না। বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বদলের সিদ্ধান্তে স্থগিতাদেশ আনা হবে। ২৪ নভেম্বরের পরই সরকারের এই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করা হতে পারে বলে, সূত্রের খবর জানায়।

আরও পড়ুন- স্থগিত হতে পারে ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া!

এরপরই অর্থমন্ত্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হল যে এই মুহূর্তে নোট বদলের ওপর নিষেধাজ্ঞার কোনও পরিকল্পনা তাদের নেই। যেভাবে টাকা বদল ও জমা দেওয়ার কাজ করা হচ্ছিল তা জারি থাকবে।

.