৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ড ব্যবহারে কোনও সার্ভিস চার্জ নয় : অর্থমন্ত্রক

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে বড় নোট বেরলেও খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কিছু কিছু এটিএমে শুধুই নতুন ২০০০ টাকার নোট থাকায় সেখানে খুব একটা ভিড় চোখে পড়ছে না। বরং যেখানে ১০০ এবং ৫০০ টাকার নোট মজুত, সেইসব এটিএমে ভিড় করছেন গ্রাহকরা। খুচরো পাওয়ার আশায় তাঁরা একাধিকবার টাকা তুলছেন বলে অভিযোগ। ফলে টাকা তোলার লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।

Updated By: Nov 23, 2016, 01:02 PM IST
৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ড ব্যবহারে কোনও সার্ভিস চার্জ নয় : অর্থমন্ত্রক

ওয়েব ডেস্ক : ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে বড় নোট বেরলেও খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কিছু কিছু এটিএমে শুধুই নতুন ২০০০ টাকার নোট থাকায় সেখানে খুব একটা ভিড় চোখে পড়ছে না। বরং যেখানে ১০০ এবং ৫০০ টাকার নোট মজুত, সেইসব এটিএমে ভিড় করছেন গ্রাহকরা। খুচরো পাওয়ার আশায় তাঁরা একাধিকবার টাকা তুলছেন বলে অভিযোগ। ফলে টাকা তোলার লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেবিট কার্ড ব্যবহারে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। জানিয়ে দিল অর্থমন্ত্রক। ATM-এ নোট সমস্যাও দ্রুত মিটে যাবে বলে আশাবাদী কেন্দ্র। অর্থসচিব জানিয়েছেন, বিরাশি হাজার ATM-এ ক্যালিব্রেশনের কাজ শেষ হয়েছে। আরও পড়ুন, বিগ বাজার থেকেও মিলবে টাকা, ডেবিট কার্ড ব্যবহার করে ২০০০ টাকা তুলতে পারবে গ্রাহক

.