সাধ্য নেই তবু সাধ পূরণে দিল্লি এসে বিজেপির দ্বারে টোকা ওমরের

দিল্লিতে এসে কাশ্মীরের জোট -জল্পনা আরও উস্কে দিলেন ওমর আবদুল্লা। দেখা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং অরুণ জেটলির সঙ্গে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আজই জম্মুর বিজেপি অফিসে পৌছন অরুণ জেটলি।

Updated By: Dec 25, 2014, 01:55 PM IST
সাধ্য নেই তবু সাধ পূরণে দিল্লি এসে বিজেপির দ্বারে টোকা ওমরের

ওয়েব ডেস্ক: দিল্লিতে এসে কাশ্মীরের জোট -জল্পনা আরও উস্কে দিলেন ওমর আবদুল্লা। দেখা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং অরুণ জেটলির সঙ্গে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আজই জম্মুর বিজেপি অফিসে পৌছন অরুণ জেটলি।

৮৭ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় ওমরের দল ন্যাশনাল কনফারেন্স পেয়েছে মাত্র ১৫টি আসন। তবে এরপরও যে তারা সরকার গড়ার কথা ভাবছে বুধবারই তার ইঙ্গিত দিয়েছিলেন ওমর।  কাশ্মীরে বিজেপি পেয়েছে ২৫টি আসন। বিধানসভায় একক সংখ্যাগরিষ্ট দল মেহবুবা মুফতির দল পিডিপি। চির প্রতিদ্বন্দ্বী মেহবুবাকে মসনদ থেকে  দূরে রাখতে তাই মরিয়া ওমর আবদুল্লা।

এদিকে, পিডিপ প্রধান মেহবুবা মুফতিও সরকার গঠনের জোর চেষ্টা চালাচ্ছেন। বিজেপির সঙ্গে জোট করতে না পারলে কংগ্রেসের সঙ্গে জোট বেধেই সরকার গড়তে চান মেহবুবা।

.