নোট নিয়ে অচল সংসদ, বিরোধীরা চায় ভোটাভুটি

নোট নিয়ে অচল সংসদ। বিরোধীরা চায় ভোটাভুটি। শাসকের ভোটাভুটিতে না। তাই নিয়ে দু'পক্ষের তরজায় দিনভর অচল রইল দুইকক্ষ। শেষ পর্যন্ত সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। বৃহস্পতিবার যেখানে শেষ হয়েছিল, শুক্রবার সেখান থেকেই শুরু। একই দাবি। একই জবাব। একই পরিণতি। অচল সংসদ।

Updated By: Nov 18, 2016, 07:37 PM IST
নোট নিয়ে অচল সংসদ, বিরোধীরা চায় ভোটাভুটি

ওয়েব ডেস্ক : নোট নিয়ে অচল সংসদ। বিরোধীরা চায় ভোটাভুটি। শাসকের ভোটাভুটিতে না। তাই নিয়ে দু'পক্ষের তরজায় দিনভর অচল রইল দুইকক্ষ। শেষ পর্যন্ত সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। বৃহস্পতিবার যেখানে শেষ হয়েছিল, শুক্রবার সেখান থেকেই শুরু। একই দাবি। একই জবাব। একই পরিণতি। অচল সংসদ।

আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রশ্নে জেরবার কেন্দ্র

বিরোধীরা চায় সংসদীয় কার্যবিধির ৫৬ ধারায় ভোটাভুটি সহ আলোচনা হোক। সরকার সংসদীয় কার্যবিধির ১৯৩ ধারায় ভোটাভুটি ছাড়া আলোচনায় রাজি। বিধি বিতর্কে আলোচনাই হয়নি। লোকসভায় কার্যক্রম শুরু হতেই কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের ক্ষমাপ্রার্থনা দাবি করে বিজেপি। নোট বাতিল, উরিতে জঙ্গি হামলার সমতূল। বৃহস্পতিবার রাজ্যসভায় এই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। নোট বিতর্কে অচল ছিল রাজ্যসভাও। গুলাম নবি আজাদের মন্তব্যকে ঘিরে সংসদের উচ্চকক্ষেও সরকার-বিরোধী তরজা তুঙ্গে ওঠে।

শেষ পর্যন্ত দুইকক্ষের অধিবেশনই সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায়। অচলাবস্থা নিয়ে কংগ্রেস ও বিজেপি, দুপক্ষই পরস্পরকে দুষেছে। দুপক্ষের দাবি, প্রতিপক্ষ আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।

.