এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আপাতত রেহাই চিদম্বরমের
আগাম জামিন মঞ্জুর করল দিল্লির আদালত
নিজস্ব প্রতিবেদন: আপাতত হয়রানি থেকে রেহাই পেলেন পি চিদম্বরম। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় তাঁকে আগামী ৫ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না। প্রাক্তন অর্থমন্ত্রীকে অন্তর্বতিকালীন জামিন মঞ্জুর করল আদালত।
চিদম্বরমের পক্ষে আজ দিল্লির আদালতে জামিনের আবেদন করেন কপিল সিব্বল। আদালত সিবিআইও ইডিকে নির্দেশ দিয়েছে আগামী ৫ জুন পর্যন্ত চিদম্বরমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
অারও পড়ুন-ব্যাঙ্ক ধর্মঘটে হাহাকার রাজ্যজুড়ে এটিএম-এ, মাস পয়লার বেতন নিয়ে আশঙ্কা
এয়ারসেল-অ্যাক্সিস মামলায় অন্যতম মূল অভিযুক্ত চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ মন্ত্রী থাকাকালীন এয়ারসেল-ম্যাক্সিস ডিল-এ ছেলেকে কিছু সুবিধে পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম।
আরও পড়ুন-শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানাল সংঘ পরিবার
উল্লেখ্য, মরিসাসের একটি কেম্পানি ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল এয়ারসেলে। এর জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড-এর অনুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন দেন চিদম্বরম। সিবিআইএয়ের অভিযোগ, ওই অনুমোদন মেলার পরই এয়ারসেল টেলিভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে ২৬ লাখ টাকা দেওয়া হয় এএসসিপিএল-কে। এই এএসসিপিএলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার্তি চিদম্বরমের।