চরবৃত্তির অভিযোগে আটক পাক হাইকমিশনের অফিসার

দিল্লিতে গ্রেফতার পাক হাইকমিশনের পদস্থ কর্মী। চর সন্দেহে তাকে আটক করা হয়েছে।  সন্দেহভাজন অফিসারকে হেফাজতে নিয়েছে আইবি। ধৃত অফিসারের নাম মহম্মদ আখতার, বয়স বছর পয়ত্রিশ।

Updated By: Oct 27, 2016, 01:30 PM IST
চরবৃত্তির অভিযোগে আটক পাক হাইকমিশনের অফিসার

ওয়েব ডেস্ক : দিল্লিতে গ্রেফতার পাক হাইকমিশনের পদস্থ কর্মী। চর সন্দেহে তাকে আটক করা হয়েছে।  সন্দেহভাজন অফিসারকে হেফাজতে নিয়েছে আইবি। আটক0 অফিসারের নাম মহম্মদ আখতার, বয়স বছর পয়ত্রিশ।

ধৃতের কাছে উদ্ধার হয়েছে বহু নথি।  ISI নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওই অফিসারের বিরুদ্ধে।  এই ঘটনায় পাক হাইকমিশনারকে তলব করেছে বিদেশমন্ত্রক। অন্যদিকে এই ঘটনা ভারত ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে বলে পাল্টা তোপ দেগেছে পাকিস্তান।

অন্যদিকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। যাদের কাজ ছিল পাক হাইকমিশনের ওই কর্মীকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা। ধৃতদের মধ্যে দুজন রাজস্থানের বাসিন্দা। নাম মৌলানা রমজান ও সুভাষ জঙ্গির।

.