ফের নিয়ন্ত্রণরেখায় অস্ত্র বিরতি লঙ্ঘণ পাক সেনার
একদিকে জঙ্গি হামলা। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় পাক উস্কানি। উপত্যকায় অশান্তি চলছেই। এদিন নওশেরায় ফের পাক বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে। চলে মর্টার হামলা। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। সকাল সাড়ে ৬টা থেকে গোলাগুলি শুরু করে পাক বাহিনী। ওই এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক : একদিকে জঙ্গি হামলা। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় পাক উস্কানি। উপত্যকায় অশান্তি চলছেই। এদিন নওশেরায় ফের পাক বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে। চলে মর্টার হামলা। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। সকাল সাড়ে ৬টা থেকে গোলাগুলি শুরু করে পাক বাহিনী। ওই এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- শ্রীনগরের DPS স্কুলে গা ঢাকা দেওয়া ২ জঙ্গির সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে
অন্যদিকে, শ্রীনগরের DPS স্কুলে গা ঢাকা দেওয়া ২ জঙ্গির সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। গতকাল পান্থচকে CRPF-এর গাড়িতে হামলা চালানোর পর ২ জঙ্গি স্কুল বিল্ডিংয়ে ঢুকে পড়ে। স্কুলের মধ্যে থেকে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি করছে জঙ্গিরা। গতকালের এই হামলায় শহীদ হয়েছেন দুই CRPF জওয়ান। আহত এক।
#WATCH Ceasefire violation by Pakistan Army in J&K's Naushera sector along the Line of Control, from 6:30 am. Indian Army retaliating. pic.twitter.com/b5JOeYOnrr
— ANI (@ANI_news) June 25, 2017