পার্ক স্ট্রিট কাণ্ডে ধৃতদের জামিনের আবেদন খারিজ

পার্কস্ট্রিস্ট কাণ্ডে দুই অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। দুই অভিযুক্ত সুমিত বাজাজ ও নাসের খানের জামিনের আবেদন নাকচ করে সবোর্চ্চ আদালত জানিয়ে দিয়েছে, এই ঘটনার দুই অভিযুক্ত এখনও পলাতক,এই অবস্থায় বাকিদের জামিন দেওয়া হবে না। অভিযুক্তদের জামিনের আবেদনের সঙ্গেই এদিন এই সংক্রান্ত মামলাটিও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

Updated By: Jan 29, 2013, 10:45 AM IST

পার্কস্ট্রিস্ট কাণ্ডে দুই অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। দুই অভিযুক্ত সুমিত বাজাজ ও নাসের খানের জামিনের আবেদন নাকচ করে সবোর্চ্চ আদালত জানিয়ে দিয়েছে, এই ঘটনার দুই অভিযুক্ত এখনও পলাতক,এই অবস্থায় বাকিদের জামিন দেওয়া হবে না। অভিযুক্তদের জামিনের আবেদনের সঙ্গেই এদিন এই সংক্রান্ত মামলাটিও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
গত বৃহস্পতিবার  শুনানি হওযার কথা থাকলেও, পেশ করা তথ্য অসম্পূর্ণ থাকায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত।
পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত জামিনের আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট তাদের আবেদন নাকচ করে দেয়। এর পর সুপ্রিম কোর্টে আবেদন করে অভিযুক্তরা। সেই মামলার শুনানিতে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্টের থেকে রিপোর্ট চায় সর্বোচ্চ আদালত।
জানুয়ারির প্রথম সপ্তাহেও জমা পড়েনি সেই রিপোর্ট। ফলত পিছিয়ে যায় শুনানি। জানুয়ারির ২৪-এ মামলাটির শুনানি শুরু হল। সেদিনও সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে পারেনি রাজ্য সরকার। ফলে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে অসম্পূর্ণ কাগজ পেশ করার জন্য রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ডকে তিরস্কার করে সুপ্রিম কোর্টের জে এস সিংভি ও এল এস লোধা বেঞ্চ।

.