চার দিন বাদে সংসদের অধিবেশন বসতেই হট্টগোলে পণ্ড লোকসভা

প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল। চার দিন বাদে সংসদের অধিবেশন শুরু হতে না হতেই পণ্ড লোকসভা। প্রধানমন্ত্রীর সামনেই কিরেণ রিজিজু ইস্যুতে শুরু হয় হট্টগোল। বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। হট্টগোলে প্রথমে বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। পরে অধিবেশন বসলে নোট বাতিল নিয়েও শুরু হয়ে যায় শোরগোল। সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা।

Updated By: Dec 14, 2016, 02:57 PM IST
চার দিন বাদে সংসদের অধিবেশন বসতেই হট্টগোলে পণ্ড লোকসভা

ওয়েব ডেস্ক : প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল। চার দিন বাদে সংসদের অধিবেশন শুরু হতে না হতেই পণ্ড লোকসভা। প্রধানমন্ত্রীর সামনেই কিরেণ রিজিজু ইস্যুতে শুরু হয় হট্টগোল। বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। হট্টগোলে প্রথমে বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। পরে অধিবেশন বসলে নোট বাতিল নিয়েও শুরু হয়ে যায় শোরগোল। সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা।

অন্যদিকে নোট বাতিল, কিরেণ রিজিজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাসক-বিরোধী তরজায় রাজ্যসভার অধিবেশনও উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন চেয়ারম্যান।

আরও দেখুন, সরকার-বিরোধী তরজা চলছেই  

.