সর্বকালীন রেকর্ডে পৌঁছল পেট্রোল-ডিজেলের দর

 ২০১৭ সালের জুনে প্রাত্যহিক দাম পর্যালোচনার নীতি ঘোষণা হওয়ার পর এটাই সর্বোচ্চ।

Updated By: May 20, 2018, 04:18 PM IST
সর্বকালীন রেকর্ডে পৌঁছল পেট্রোল-ডিজেলের দর

নিজস্ব প্রতিবেদন: সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছল  পেট্রোল-ডিজেলের দর। রবিবার বাজারে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৭৬.২৪ টাকায়। লিটার পিছু ডিজেলের দাম ৬৭.৫৭ টাকা। কলকাতায় পেট্রোলের দর লিটার পিছু ৭৮.৯১টাকা। ৭০.১২ টাকা প্রতি লিটারে মিলছে ডিজেল। 

রবিবার দিল্লিতে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলের দর। ২০১৭ সালের জুনে প্রাত্যহিক দাম পর্যালোচনার নীতি ঘোষণা হওয়ার পর এটাই সর্বোচ্চ। স্থানীয় কর বা ভ্যাটের কারণে বিভিন্ন রাজ্যভেদে জ্বালানি তেলে দাম আলাদা হয়ে থাকে। অন্যান্য মেট্রো শহরের তুলনায় দিল্লিতে পেট্রোল-ডিজেলের দর সবচেয়ে সস্তা।

গত ১৪ মে থেকে টানা সাতবার পেট্রোল, ডিজেলের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি। গত একসপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১.৬১ ও ১.৬৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতের পেট্রোলের দাম সর্বোচ্চ মুম্বইয়ে। সে রাজ্যে পেট্রোলের দাম লিটারে ৮৪.০৭ টাকা। মুম্বই ছাড়া আশির ঘর ছাড়িয়েছে ভোপাল(৮১.৮৩), পটনা(৮১.৭৩), হায়দরাবাদ(৮০.৭৬) ও শ্রীনগরে(৮০.৩৫)।
চেন্নাইয়ে ৭৯.১৩ টাকা। পঞ্জিমে পেট্রোলের দাম সর্বনিম্ন। সেখানে পেট্রোল বিকোচ্ছে লিটারে ৭০.২৬ টাকায়। 

পেট্রোলের মতো পাল্লা দিয়ে চড়েছে ডিজেলের দর। মুম্বইয়ে লিটারপিছু ডিজেল ৭১.৯৪ টাকা। ডিজেল-পেট্রোলের দামবৃদ্ধির বোঝা লাঘব করতে কি শুল্ক কমাবে কেন্দ্র? শুক্রবার অর্থনীতি বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, পরিস্থিতির উপরে নজর রাখছে সরকার। 

আরও পড়ুন- ভারতের প্রত্যাঘাতের মুখে বেসামাল পাকিস্তান, হামলা বন্ধের জন্য কাকুতিমিনতি

.