দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মাঝ রাত থেকেই পেট্রোলের দাম বাড়ল লিটারে  দেড় টাকা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি  ৪৫ পয়সা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই  কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ডান-বাম বিরোধী দলগুলি। আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির ফলে ক্ষতির মুখে তেল কোম্পানিগুলি। সংস্থার দাবি, প্রতি লিটার পেট্রোলে ক্ষতি হচ্ছে এক টাকা বত্রিশ পয়সা। সেই ক্ষতির বোঝা কমাতে চলতি সপ্তাহেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল।  শুক্রবার মধ্যরাত থেকে লাগু করা হল বর্ধিত দাম।  ইতিমধ্যেই   মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

Updated By: Feb 15, 2013, 09:01 PM IST

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মাঝ রাত থেকেই পেট্রোলের দাম বাড়ল লিটারে  দেড় টাকা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি  ৪৫ পয়সা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই  কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ডান-বাম বিরোধী দলগুলি। আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির ফলে ক্ষতির মুখে তেল কোম্পানিগুলি। সংস্থার দাবি, প্রতি লিটার পেট্রোলে ক্ষতি হচ্ছে এক টাকা বত্রিশ পয়সা। সেই ক্ষতির বোঝা কমাতে চলতি সপ্তাহেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল।  শুক্রবার মধ্যরাত থেকে লাগু করা হল বর্ধিত দাম।  ইতিমধ্যেই   মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।
পেট্রোলের দাম বাড়ল লিটারে  দেড় টাকা। আগে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৬৭টাকা ২৬ পয়সা। এবার সেই দাম বেড়ে হল ৬৯ টাকা ৬ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৭৪ টাকা ৭২ পয়সা। দাম বেড়ে হল ৭৬ টাকা ৬২ পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি চুয়াত্তর টাকা। দাম হল ৭৫ টাকা ৯১ পয়সা। চেন্নাইতে পেট্রোলের  দাম ছিল ৭০ টাকা ২৬ পয়সা। দাম বেড়ে হল ৭২ টাকা ১৬ পয়সা। 
ডিজেলের দাম বাড়ছে লিটার প্রতি ৪৫ পয়সা।  দিল্লিতে ডিজেলের দাম ছিল  ৪৭ টাকা ৬৫ পয়সা লিটার । দাম বেড়ে হল ৪৮ টাকা ১৫ পয়সা। কলকাতায় ডিজেলের দাম ছিল  ৫১ টাকা ৫১ পয়সা । দাম বেড়ে হল ৫২ টাকা চার পয়সা। মুম্বইতে ডিজেলের  দাম ছিল লিটার প্রতি ৫৩ টাকা ৭১ পয়সা।  বেড়ে হল ৫৪ টাকা ২৮ পয়সা। চেন্নাইতে ডিজেলের  দাম ছিল প্রতি ৫০ টাকা ৬৮ পয়সা। দাম বেড়ে হল ৫১ টাকা ২৩ পয়সা। 
পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা আগেই তেল কোম্পানিগুলিকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত মাসের আঠার তারিখ লিটারে ডিজেলের দাম বেড়েছে ৫০ পয়সা। শুক্রবার বৈঠকের পর পের একবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল কোম্পানিগুলো। 
 

.