আপাতত বাড়ছে না পেট্রোলের দাম

আগামী ১৫ দিনের মধ্যে পেট্রোলের দাম বাড়ছে না। আজ তেল কোম্পানিগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।

Updated By: Jan 2, 2012, 10:04 AM IST

আগামী ১৫ দিনের মধ্যে পেট্রোলের দাম বাড়ছে না। আজ তেল কোম্পানিগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।
এক দিকে টাকার পড়তি দর, অন্য দিকে আন্তর্জাতিক বাজারের তেলের দাম বেড়েছে। তাই লিটার প্রতি পেট্রোলের দাম দু'টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু সেই প্রস্তাবে সরকারের অনুমোদন মেলেনি।
আগামী ফেব্রুয়ারি মাস থেকে উত্তরপ্রদেশ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন-পর্ব শুরু হচ্ছে। ভোট রাজনীতির দুর্বহ বাধ্যবাধকতার কারণেই এই পরিস্থিতিতে পেট্রোলের দাম বাড়াতে চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড। কারণ সে ক্ষেত্রে পুরো বিষয়টি রাদজনৈতিক ইস্যু হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পুরোমাত্রায়। তাই নয়া আইনে পেট্রোলের দাম সরকারি 'নিয়ন্ত্রণমুক্ত' হলেও এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রের প্রবল চাপের মুখে পড়তে হয় তেল সংস্থাগুলির কর্ণধারদের।

.