ওড়িশায় জগন্নাথ মন্দিরের ভিতর প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

পরিস্থিতির সুযোগ নিয়ে এক শারীরিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার এক জগন্নাথ মন্দিরে। বাসিন্দারা অভিযুক্তকে ধরে মারধর করার পর পুলিসের হাতে তুলে দেয়।

Updated By: Apr 2, 2017, 01:59 PM IST
ওড়িশায় জগন্নাথ মন্দিরের ভিতর প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পরিস্থিতির সুযোগ নিয়ে এক শারীরিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার এক জগন্নাথ মন্দিরে। বাসিন্দারা অভিযুক্তকে ধরে মারধর করার পর পুলিসের হাতে তুলে দেয়।

আরও পড়ুন- সন্ত্রাসের নতুন হাতিয়ার ল্যাপটপ বোমা?

জানা গেছে, নিজেদের একাধিক দাবি নিয়ে গত কয়েকদিন ধরে ওড়িশার বারিপদা জগন্নাথ মন্দিরের বাইরে অনশনে বসেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্যরা। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে রাত ৯টা নাগাদ বৈঠকে বসেন বারিপদার সাব-কালেক্টর সরত্‍ কুমার পুরোহিত। অভিযোগ সেই সময় এলাকার এক যুবক চকোলেটের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে মন্দিরের ভিতর নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে বলে নির্যাতিতার পরিবারের দাবি।

রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা সেখান থেকে বেরিয়ে এলে সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা বিষয়টি বুঝতে পারেন। অভিযুক্ত যুবক এলাকা ছে়ড়ে পালানোর সময় তাকে ধরে ফেলেন তাঁরা। মারধর করার পর তাকে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। এদিকে, গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি, ওই কিশোরীর চিকিত্‍সার জন্যও ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন সাব-কালেক্টর।

.