কখনও চলন্ত সেতু দেখেছেন? অনুমোদন মোদী সরকারের, ভিডিও দেখলে তাক লেগে যাবে
ভারতীয় ইঞ্জিনিয়ারিং দক্ষতার নিদর্শন হতে চলেছে পমবন ব্রিজ।
নিজস্ব প্রতিবেদন: সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি থেকে বগিবিল সেতু- দেশের ইঞ্জিনিয়ারিং দক্ষতা নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এবার আরও একটা নতুন পালক যুক্ত হতে চলেছে। রামেশ্বরমের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে জোড়ার জন্য এবার একেবারে অভিনব ব্যবস্থা তৈরি করছে ভারত সরকার। কীভাবে সেতুটি হবে?
ফেসবুকে নতুন সেতুটি কেমন হতে চলেছে, তার ভিডিও পোস্ট করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি লিখেছেন, চলন্ত ব্রিজ দেখেছেন কখন? রামেশ্বরমকে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে পমবন সেতু। ওই সেতুতে এবার ব্যবহার করা হবে উল্লম্ব লিফটের প্রযুক্তি। এর ফলে মালবাহী জাহাজ সহজেই পারপার করতে পারবে। বলে রাখি, বর্তমানে পমবন সেতুর জায়গায় আর একটি সেতু তৈরি করতে চলেছে ভারতীয় রেল।
রেলমন্ত্রীর ফেসবুক ভিডিওটি ইতিমধ্যেই শেয়ার করছেন প্রচুর ব্যবহারকারী। জানা গিয়েছে, দুই কিলোমিটার লম্বা সেতু তৈরিতে খরচ পড়বে ২৫০ কোটি টাকা। ৬৩ মিটার অংশে থাকবে উল্লম্ব লিফট। এর ফলে তার তলা দিয়ে যেতে পারবে মালবাহী জাহাজ। আবার নীচে নেমে গেলে চলবে রেল।
আরও পড়ুন- বন্ধ ঘরের বৈঠকে জিএসটি হার কমানোর বিরোধিতা করেছিল কংগ্রেস, সিপিএম: সূত্র
ইতিমধ্যেই সেতু তৈরির ছাড়পত্র দিয়েছে রেলমন্ত্রক। চার বছর সময় লাগবে।