শীঘ্রই দেশের ৫ শহরে আসছে প্লাস্টিকের ১০ টাকার নোট

ভারতের ‌যে সব জায়গায় গরমে তাপমাত্র বেশ চড়ে ‌যায় সেখানে এই নোট কি টিকবে? প্রমাণ হবে এই গরমেই

Updated By: Feb 17, 2018, 11:36 PM IST
শীঘ্রই দেশের ৫ শহরে আসছে প্লাস্টিকের ১০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদন: শীঘ্রই বাজারে ছাড়া হচ্ছে প্লাস্টিকের ১০ টাকার নোট। আপাতত ওই নোট পরীক্ষামূলকভাবে ছাড়া হবে মহীশূর, কোচি, জয়পুর ও ভুবনেশ্বর ও সিমলায়। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ককে সব প্রস্ততি সেরে ফেলতে বলেছে কেন্দ্র।

আরও পড়ুন-মানিক না হিরে, রবিবার ব্যালটে জবাব দেবেন ত্রিপুরাবাসী 

বহুদিন ধরেই প্লাস্টিকের নোটের কথা বলা হচ্ছে। কিন্তু কেন প্লাস্টিকের নোট? সরকাররের ‌যুক্তি, প্লাস্টিকের নোট কাগজের নোটের থেকে আড়াই গুণ বেশি টেঁকসই। ছাপতে খরচ অনেক কম। এমনকি ১০ টাকার কয়েনের থেকেও কম খরচে ছাপা ‌যায় প্লাস্টিকের দশ টাকার নোট। পাশাপাশি এর সিকিউরিটি ফিচারসও অনেক উন্নত।

এদিকে, কোনও কোনও মহল থেকে এমনও বলা হচ্ছে, ভারতের ‌যে সব জায়গায় গরমে তাপমাত্র বেশ চড়ে ‌যায় সেখানে এই নোট কি টিকবে? প্রমাণ হবে এই গরমেই। কেননা এবার গ্রীষ্মেই আনা হচ্ছে ওই নোট।

এই ধরনের নোটের কথা প্রথম ওঠে ২০১৪ সালে। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক নোট ছাপার জন্য প্রয়োজনীয় পলিমার আনার ব্যবস্থা করছে বলে সংবাদ মাধ্যমের খবর।

.