নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশের পক্ষে বিপজ্জনক: মনমোহন সিং

আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত ১০ বছরে ইউপিএ সরকারের সাফল্যের খতিয়ান এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

Updated By: Jan 3, 2014, 02:57 PM IST

'মুদ্রাস্ফীতি রুখতে আমরা যথাযথ চেষ্টা করেছি'

'আপ প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে পারছে কিনা তা সময় বলবে'

'ভোটের ফল থেকে শিক্ষা নিয়েছি'

'স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি,

'ভোটের ফল থেকে শিক্ষা নিয়েছি'

'মোদী প্রধানমন্ত্রী হলে দেশের বিপদ'

'আমার জন্য সরকারে ইমেজ খারাপ হচ্ছে, আমি একথা মেনে নিতে নারাজ।'

'ইতিহাস আমার মূল্যায়ন করবে।'

'লোকসভা সভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছি না'

'ঠিক সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।'

'রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।'

'তরুণ প্রজন্ম দিল চালাবার দায়িত্ব নিক।'

'কংগ্রেস সভানেত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন'

'আশা করি ইউপিএ থেকেই কেউ হবেন।''

'লোকসভা নির্বাচনের পর আমি দায়িত্ব হস্তান্তর করব।'

'দুর্নীতি রোধে ব্যবস্থা নিচ্ছে সরকার'

'স্পেকট্রাম থেকে কয়লা ব্লক, আমি স্বচ্ছ বন্টনের পক্ষে ছিলাম।'

' গত ৯ বছর অর্থনৈতিক বৃদ্ধি সর্বোচ্চ।'

'অভ্যন্তরীণ সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

'বেড়েছে কৃষি উৎপাদন'

'প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে জোর দেওয়া হয়েছে।'

'খারপ ফলের জন্য মূল্যবৃদ্ধি অন্যতম কারণ।'

'দেশ জুড়ে গণবন্টন ব্যবস্থা সঠিক ছিল না।'

'সততার সঙ্গে কাজ করেছি।'

'সমস্যা বেড়েছে গরিব মানুষদের।'

আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি রধানমন্ত্রী মনমোহন সিং। গত ১০ বছরে ইউপিএ সরকারের সাফল্যের খতিয়ান এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী তুলে ধরছেন তিনি।

প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর আজকে নিয়ে মোট তিনবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন মনমোহন সিং। এর আগে শেষবার ২০০৯ সালে সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি।

.