দুর্যোগের মধ্যেই আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন মোদীর, নিলেন বড় সিদ্ধান্ত
বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপত্কালীন ভিত্তিতে ২০০০ কোটি টাকা সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯ হাজার ৫১২ কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদন : বন্যাবিধ্বস্ত কেরলের জন্য ৫০০ কোটি টাকা ত্রাণের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ সাহায্য করা হবে। বন্যায় মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মোদী। পাশাপাশি, গুরুতর জখমদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য।
#WATCH: Prime Minister Narendra Modi conducts an aerial survey of flood affected areas. PM has announced an ex-gratia of Rs. 2 lakh per person to the next kin of the deceased and Rs.50,000 to those seriously injured, from PM’s National Relief Funds (PMNRF). #KeralaFloods pic.twitter.com/T6FYNVLmMu
— ANI (@ANI) August 18, 2018
৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত কেরল। স্তব্ধ জনজীবন। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২৪ জন। প্রায় ৩ লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরানো হয়েছে। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য মিটতেই কেরল উড়ে যান প্রধানমন্ত্রী মোদী। এদিন সকালে আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। যদিও প্রবল বৃষ্টির জন্য প্রথমে বাতিল করা হয় পরিদর্শন কর্মসূচি। উড়তে পারেনি হেলিকপ্টার। পরে পরিস্থিতি একটু আয়ত্তের মধ্যে এলে আকাশপথে কোচি ও সংলগ্ন এলাকা ঘুরে দেখেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল পি সতশিবম ও কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে ডে আলফোনস।
Prime Minister Narendra Modi was accompanied by Kerala CM Pinarayi Vijayan, Governor P. Sathasivam and Union Tourism Minister KJ Alphons during aerial survey of flood affected areas. #KeralaFloods pic.twitter.com/s0LB2Z9J3q
— ANI (@ANI) August 18, 2018
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরই তত্ক্ষণাত্ ৫০০ কোটি টাকা ত্রাণের কথা ঘোষণা করেন মোদী। উল্লেখ্য, এর আগে কেরলের জন্য ১০০ কোটি অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মোদীর সঙ্গে বৈঠকে বসেন বিজয়ন। সেখানে কেরলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপত্কালীন ভিত্তিতে ২০০০ কোটি টাকা সাহায্য চেয়েছেন বিজয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন, বন্যার ফলে করলে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯ হাজার ৫১২ কোটি টাকা।
In a meeting convened to assess the flood situation in the State, CM Pinarayi Vijayan informed Hon’ble Prime Minister Narendra Modi that the State has suffered a loss of ₹19,512 crore as per initial assessment. #KeralaFloods pic.twitter.com/f6SSmzjfj7
— CMO Kerala (@CMOKerala) August 18, 2018
The Hon’ble Prime Minister Narendra Modi announced an assistance of ₹500 crore. CM had requested an immediate assistance of ₹2000 crore. We express our thanks to Centre for the assistance. @PMOIndia @narendramodi
— CMO Kerala (@CMOKerala) August 18, 2018
কেরলের বন্যা পরিস্থিতিকে অবিলম্বে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য মোদীর কাছে আর্জি জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহল গান্ধী।
Dear PM,
Please declare #Kerala floods a National Disaster without any delay. The lives, livelihood and future of millions of our people is at stake.
— Rahul Gandhi (@RahulGandhi) August 18, 2018
কেরলের আচানকোভিল নদীর তীরবর্তী আলাপ্পুঝার কোল্লাকাদাভু গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, প্রতি ঘণ্টায় বাড়ছে জলস্তর। সর্বগ্রাসী বন্যা গিলে খাচ্ছে সবকিছু। বন্যায় সর্বস্ব হারিয়েছেন তাঁরা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে তিন বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। আরও পড়ুন, কূটনৈতিক বৈঠকে বসেও ভূরিভোজ সারতেন বাজপেয়ী