BHIM- আধার পে অ্যাপের সূচনা, জিতে নিন বোনাস
ডিজিটাল লেনদেনে আরও গতি আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করলেন BHIM-আধার পে অ্যাপের। সেইসঙ্গে লেনদেন পিছু বোনাস জিতে নেওয়ার সুযোগের কথাও ঘোষণা করলেন তিনি।
ওয়েব ডেস্ক : ডিজিটাল লেনদেনে আরও গতি আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করলেন BHIM-আধার পে অ্যাপের। সেইসঙ্গে লেনদেন পিছু বোনাস জিতে নেওয়ার সুযোগের কথাও ঘোষণা করলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বোনাস স্কিমের আওতায় BHIM অ্যাপ ব্যবহারের রিকোয়েস্ট পাঠিয়ে জিতে নিতে পারবেন ১০ টাকা। একজন করে নতুন ইউজার যোগ হলেই, যিনি রেফার করছেন তাঁর অ্যাকাউন্টে ১০ টাকা করে ক্রেডিট হয়ে যাবে। অন্যদিকে যিনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, তিনিও পাবেন ১০ টাকা। ১৪ অক্টোবর পর্যন্ত থাকছে এই সুযোগ।
একইসঙ্গে আজ লাকি গ্রাহক যোজনা ও ডিজিধন ব্যাপার যোজনার বিজেতাদের হাতেও যথাক্রমে ১ কোটি, ৫০ লাখ ও ২৫ লাখ টাকার পুরস্কার তুলে দেন মোদী। ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে উত্সাহী করে তোলার জন্যই লাকি গ্রাহক যোজনার সূচনা করা হয়েছিল।
BHIM- অ্যাপের সূচনা করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "তোমার মোবাইল ফোনই হবে তোমার ব্যাঙ্ক। সারা বিশ্ব BHIM অ্যাপের সাফল্যের প্রশংসা করবে।" এই 'ডিজিধন' আন্দোলন আসলে দেশ থেকে দুর্নীতি দূর করার 'সাফাই অভিযান' বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন, মহিলাদের জন্য দারুণ সুবিধা ঘোষণা মোদীর!