নিজস্ব প্রতিবেদন: মোদীর লেখা বই পড়ে চাপ ও হতাশা কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরতে পেরেছে এক স্কুল ছাত্র। সে কথা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছে ছাত্রটি। আর সেই চিঠি পেয়ে আপ্লুত স্বয়ং নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ছাত্রদের কৃতজ্ঞতা স্বীকারের সেই চিঠি টুইট করে তাদের ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
Thank you Anagha and Jayesh for your affection and kind words on #ExamWarriors. Glad that the book helped you during exam preparation. pic.twitter.com/uvMcakG1ru
— Narendra Modi (@narendramodi) March 22, 2018
নরেন্দ্র মোদীর লেখা 'এক্সাম ওয়ারিয়র' নামের বইটি পড়ে মোট দু'জন ছাত্র তাঁকে চিঠি লিখেছে। দুটি চিঠির ছবিই এদিন টুইট করেছেন মোদী। এই দুই ছাত্রের একজন দ্বাদশ শ্রেণির ছাত্র। সে লিখেছে, "আপনার বই হাতে পাওয়ার পরই আমার জীবন বদলে যায়। জীবনের সব চাপ যেন সরে যায় এবং খোলা মনে লেখাপড়া শুরু করি আবার। মন থেকে সব রকম না-বাচক ভাবনা কাটিয়ে দিয়ে আমাকে উদ্ধার করার জন্য আপনাকে ধন্যবাদ"।
আরও পড়ুন- ভিখারি সংখ্যায় শীর্ষস্থানে বাংলা
আরেক ছাত্রের কথায়, "আমি কখনও ভাবতেই পারিনি যে একজন প্রধানমন্ত্রী হয়ে আপনি ছোটদের জন্য বই লিখবেন...যদি শিশুদের ভোটাধিকার থাকত, তাহলে আপনাকেই ভোট দিতাম...আপনিই দুনিয়ার সেরা প্রধানমন্ত্রী"।
সম্ভবত, 'মন কি বাত'-এর সাফল্যে উত্সাহিত হয়েই বই লিখেছিলেন মোদী। এবার সেই বই-এর উপযোগীতায় দৃশ্যতই উত্ফুল্ল নমে।
জীবনের পথে ফিরিয়েছে মোদীর লেখা বই