ভোটব্যাঙ্কের রাজনীতি করি না, দলের থেকেও বড় দেশ: প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: ভোট ব্যাঙ্কের রাজনীতি নিয়ে বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারণসীর সভায় তিনি বলেন,"আমরা ভোটের জন্য রাজনীতি করি না। আমাদের সংস্কৃতি আলাদা। দলের থেকে আমাদের কাছে বড় দেশ।"
For us, governance is not about vote banks or winning elections. Our priority is development of the country: PM Modi pic.twitter.com/67hdk7Afet
— ANI UP (@ANINewsUP) September 23, 2017
For us country is bigger than party: PM Narendra Modi in Varanasi
— ANI UP (@ANINewsUP) September 23, 2017
মোদী আরও বলেন,আমাদের অগ্রাধিকার ভোট নয়। পশুরা গিয়ে ভোট দেয় না। তবু আমরা তাদের কল্যাণে প্রকল্প গ্রহণ করেছি। দেশের উন্নয়নই আমাদের অগ্রাধিকার।"
প্রধানমন্ত্রীর আশ্বাস,"২০২২ সালের মধ্যে শহর ও গ্রামে প্রতিটি গরিব মানুষের নিজের বাড়ি থাকবে। কোটি কোটি ঘর বানানোর কাজে প্রচুর লোক লাগবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।" এরইসঙ্গে পরিচ্ছন্নতার প্রচারও করেছেন নরেন্দ্র মোদী।
'Swachhta' has to become 'Swabhav',its our collective responsibility. A cleaner India will also be a healthier India: PM Modi
— ANI UP (@ANINewsUP) September 23, 2017
অখিলেশ যাদবের সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "আগের সরকার উন্নয়নের টাকা ভোট পেতে খরচ করেছে।" যোগীর প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মুখে। তিনি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৬ মাসের কাজে খুশি, তা বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন, বেনামি সম্পত্তির হদিশ দিলেই ১ কোটি টাকা পুরস্কার