তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়নে পড়ুয়াদের সঙ্গে লাইভচ্যাট প্রধানমন্ত্রীর

দেশের তথ্য প্রযুক্তি শিল্পকে আরও স্মার্ট করে তুলতে মোদী সরকারের নয়া উদ্যোগ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে পড়ুয়াদের সঙ্গে লাইভচ্যাটের ভাবনার আদানপ্রদান সারলেন প্রধানমন্ত্রী। এই কল্পে বেছে নিলেন কলকাতাকে। কথা বললেন পড়ুয়াদের সঙ্গে।

Updated By: Apr 2, 2017, 11:39 AM IST
তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়নে পড়ুয়াদের সঙ্গে লাইভচ্যাট প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : দেশের তথ্য প্রযুক্তি শিল্পকে আরও স্মার্ট করে তুলতে মোদী সরকারের নয়া উদ্যোগ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে পড়ুয়াদের সঙ্গে লাইভচ্যাটের ভাবনার আদানপ্রদান সারলেন প্রধানমন্ত্রী। এই কল্পে বেছে নিলেন কলকাতাকে। কথা বললেন পড়ুয়াদের সঙ্গে।

আরও পড়ুন- এ যেন তিন কন্যার বিশ্বজয়ের গল্প...

কলকাতার গুরু নানক কলেজে বসেছিল লাইভ চ্যাট সেন্টার। কলকাতার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৯৮ জন পড়ুয়া অংশ নিয়েছিল এই অনুষ্ঠানে। সারা দেশে মোট ৩৩ জায়গায় বসেছিল এই লাইভ চ্যাটের আসর। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছে এই ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের বক্তব্য, এর ফলে অনেকটাই কনফিডেন্স বেড়়েছে তাদের।

.