‘গান্ধীজির আদর্শ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে’, জন্মদিনে বাপুকে শ্রদ্ধা মোদীর

Updated By: Oct 2, 2017, 09:24 AM IST
‘গান্ধীজির আদর্শ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে’, জন্মদিনে বাপুকে শ্রদ্ধা মোদীর

ওয়েব ডেস্ক: মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাটে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে রাজঘাটে গান্ধীজির সমাধিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বাপুকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বিজেপির বরিষ্ঠ নেতারা।

গান্ধীজির জন্মদিন উপলক্ষে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, জন্মদিনে বাপুকে আমার শত কোটি প্রণাম। তাঁর আদর্শ বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। এদিন রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ছাড়াও রাজঘাটে গিয়ে বাপুকে শ্রদ্ধা জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি।

গান্ধীজি সম্পর্কে বলতে গিয়ে রবিবার বেঙ্কাইয়া নাইডু বলেন, গান্ধীজি ভারতে রামরাজ্য চেয়েছিলেন। রামরাজ্যের অর্থ ‌যেখানে কোনও ক্ষুধা থাকবে না, কোনও দুর্নীতি থাকবে না, কোনও ভেদাভেদ, কোনও শোষন থাকবে না।

আরও পড়ুন-দাম বাড়ল রান্নার গ্যাসের, মহার্ঘ হল বিমানের জ্বালানিও

.