জন্মদিনে আশীর্বাদ নিতে মা-এর কাছে মোদী

Updated By: Sep 17, 2017, 12:58 PM IST
জন্মদিনে আশীর্বাদ নিতে মা-এর কাছে মোদী
ছবি সৌজন্য- ডিডি নিউজ

ওয়েব ডেস্ক: ৬৭-তে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন '‍মা' হিরাবেন-এর আশীর্বাদ নিয়েই জন্মদিনটা শুরু করেন প্রধানমন্ত্রী। শনিবার রাতেই তিনি তাঁর হোম টাউন গান্ধীনগরে পৌঁছন।  রবিবার সকালে গুজরাটের রাজধানী থেকে কিছু দূরে রাইসান গ্রামে ভাই পঙ্কজ মোদীর বাড়িতে ‌যান প্রধানমন্ত্রী। সেখানেই থাকেন তাঁর ৯৭ বছরের বৃদ্ধা মা হিরাবেন।

এদিন মা হিরাবেনের সঙ্গে ২০ মিনিট সময় কাটান প্রধানমন্ত্রী। কথা বলেন ওই এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গেও। 

মায়ের আর্শীবাদ নেওয়ার পর প্রধানমন্ত্রী পৌঁছন সর্দার সরোবর বাঁধ উদ্বোধন করতে। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এই বাঁধ উদ্বোধন করার পর তা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- জন্মদিনে গুজরাটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের উদ্বোধন প্রধানমন্ত্রীর

 

.