মোদীর হাতে যাত্রা শুরু মহামানা মালব্যের নামাঙ্কিত ট্রেনের

Updated By: Sep 22, 2017, 01:02 PM IST
মোদীর হাতে যাত্রা শুরু মহামানা মালব্যের নামাঙ্কিত ট্রেনের

ওয়েব ডেস্ক:শুক্রবার বারাণসী-ভদোদরা মহামানা এক্সপ্রেসের ‌যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকাল সাড়ে তিনটে নাগাদ ওই ট্রেনের পাশাপাশি বারাণসীর জন্য বেশকিছু প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।

জেনে নিন মহামানা এক্সপ্রেস সম্পর্কে বেশকিছু তথ্য-

বারাণসী থেকে সুরাত হয়ে ভদোদরা ‌যাবে মহামানা এক্সপ্রেস।

নতুন এই সাপ্তাহিক ট্রেনটি প্রতি শুক্রবার বারাণসী থেকে ‌যাত্রা শুরু করবে। ভদোদরা থেকে ছাড়বে প্রতি বুধবার। ১,৫৩১ কিলোমিটার পাড়ি দিতে ট্রেনটি সময় নেবে ২৭ ঘণ্টা ৩০ মিনিট।

ট্রেনটিতে থাকছে ১৮টি কোচ। একটি এসি ফার্স্ট ক্লাস কোচ, ২টি সেকেন্ড ক্লাস এসি কোচ, ৮টি স্লিপার কোচ, ৪টি জেনারেল কোচ। ট্রেনটিতে কোনও এসি ৩ টায়ার কোচ নেই।

ট্রেনটির অন্দরসজ্জায় নতুনত্ব আনা হয়েছে। আপার বার্থে ওঠার জন্য সিড়ির ধরনে বদল আনা হয়েছে। সাইড বার্থের ‌যাত্রীদের জন্য দেওয়া হয়েছে স্ন্যাকস টেবিল, এলইডি লাইট, এলইডি রিডিং লাইট। প্রতিটি কোচেই থাকছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। থাকছে ইলেট্রিক্যাল চিমনিও।

টয়লেটও নতুন ভাবে সাজানো হয়েছে। একজস্ট ফ্যান ও ডাস্ট বিনে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

মোট ৪টি রাজ্যের ওপর দিয়ে ‌যাবে মহানামা এক্সপ্রেস। থামবে ভারুচ, সুরাত, আমালনার, ভুসাওয়াল, ইতারসি, জব্বলপুর, কাটনি, সাতনা, ছেওকি ও বারাণসীতে।

ট্রেনটির নামকরণ করা হয়েছে হিন্দু মাহাসভার প্রেসিডেন্ট মদন মোহন মালব্যর নাম অনুসারে। মহামানা নামেই তিনি পরিচিত ছিলেন।

আরও পড়ুন-বৃদ্ধা ঠাকুমাকে খুন করে দুই শিশু সন্তানকে নিয়ে উধাও নাত-বৌ

.