তেজ বাহাদুরের ভিডিও নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব PMO-র
BSF জওয়ানের ভিডিও নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর। জম্মু সীমান্তে কর্মরত BSF কনস্টেবল তেজবাহাদুর যাদবের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে কেন্দ্র।
ওয়েব ডেস্ক : BSF জওয়ানের ভিডিও নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর। জম্মু সীমান্তে কর্মরত BSF কনস্টেবল তেজবাহাদুর যাদবের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে কেন্দ্র।
তেজবাহাদুরের অভিযোগ সীমান্ত পাহারা দিতে গিয়েও তাঁদের ভাগ্যে ঠিকমতো খাবার জোটে না। সরকার রসদ পাঠালেও বাহিনীর ওপরতলার অফিসাররা তা বাইরে বিক্রি করে দেন। জওয়ানদের খাবারের মান নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে BSF।
এ বার গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর। সমস্ত আধাসামরিক বাহিনীর অবস্থা কী তা জানতে চেয়ে আজ দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এক প্রাক্তন সেনাকর্মী এই মামলাটি করেছেন।
আরও পড়ুন, "খেতে পাই না", ভাইরাল BSF জওয়ানের বিস্ফোরক অভিযোগ!