নোট সঙ্কট সমাধানে গ্রাহকদের জন্য বাড়তি দু'ঘণ্টা খোলা রাজ্যের সব ডাকঘর
নোট সঙ্কট সমাধানে গ্রাহকদের জন্য কাল থেকে বাড়তি দু'ঘণ্টা খোলা থাকবে রাজ্যের সব ডাকঘরও। বিকেল তিনটের বদলে ডাকঘরে লেনদেন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ডাকঘর খোলা থাকবে শনিবারও। আপাতত ২৪-এ নভেম্বর পর্যন্ত এই নতুন ব্যবস্থা চালু থাকছে। প্রয়োজন পড়লে ২৪ তারিখের পরেও এই ব্যবস্থা জারি রাখা হবে। চব্বিশ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে জানালেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ।
ওয়েব ডেস্ক : নোট সঙ্কট সমাধানে গ্রাহকদের জন্য কাল থেকে বাড়তি দু'ঘণ্টা খোলা থাকবে রাজ্যের সব ডাকঘরও। বিকেল তিনটের বদলে ডাকঘরে লেনদেন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ডাকঘর খোলা থাকবে শনিবারও। আপাতত ২৪-এ নভেম্বর পর্যন্ত এই নতুন ব্যবস্থা চালু থাকছে। প্রয়োজন পড়লে ২৪ তারিখের পরেও এই ব্যবস্থা জারি রাখা হবে। চব্বিশ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে জানালেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ।
আরও পড়ুন- এবার বিনামূল্যেই মিলবে এই জরুরি পরিষেবা
প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন আজ থেকে দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিক করা হল। আগামি ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোনও ব্যাঙ্ক থেকে বদল করতে হবে পুরনো নোট।