উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহ শেষে ভোগাবে বৃষ্টি

Updated By: Aug 19, 2017, 02:03 PM IST
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহ শেষে ভোগাবে বৃষ্টি

ওয়েব ডেস্ক: বন্যার জল নামতে না-নামতেই ফের ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই জেলা ও কলকাতায়। শনিবার আবহাওয়া দফতরের তরফে এমন সতর্কবার্তা জারি করা হয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ওডিশা উপকূলে আবস্থিত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। ‌যা রবিবার আরও শক্তিশালী হবে বলে অনুমান। এর জেরে ওডিশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হবে ছত্তিসগড়, তেলেঙ্গানাতেও।

আশার কথা একটাই, ক্রমশ পশ্চিম দিকে সরবে নিম্নচাপটি। ‌যার ফলে বৃষ্টি কমবে বাংলা ও ওডিশায়। বর্ষণ বাড়বে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশে। 

আবহবিদদের কথায়, প্রতি বছর বর্ষায় বঙ্গোপসাগর ও আরব সাগরে বহু ঘূর্ণাবর্ত তৈরি হয়। ‌যার জেরে নিয়ন্ত্রিত হয় ভারত ভূখণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ। 

আরও পড়ুন, মালদায় বন্যা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে

.