আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা স্বীকার করলেন প্রণব মুখোপাধ্যায়

দেশে আর্থিক সঙ্কট থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। এর থেকে অনেক বড় সঙ্কট কাটিয়ে এসেছে দেশ। বুধবার সংসদে জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এমনটাই দাবি করলেন প্রণব মুখোপাধ্যায়।

Updated By: Dec 7, 2011, 05:43 PM IST

দেশে আর্থিক সঙ্কট থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। এর থেকে অনেক বড় সঙ্কট কাটিয়ে এসেছে দেশ।
বুধবার সংসদে জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এমনটাই দাবি করলেন প্রণব মুখোপাধ্যায়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, মন্দার অভিঘাতে, সারা বিশ্বেই মানুষের আয় বৃদ্ধির হার কমেছে। ভারতেরও তার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে জাতীয় আয় বৃদ্ধির হার ৭.৩ শতাংশ। পাশাপাশি বেড়েছে, রাজস্ব সংগ্রহের হারও। প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ক্ষেত্রেই।

বিশ্ব অর্থনীতির সঙ্কট প্রভাব ফেলেছে ভারতের অর্থনীতিতেও। ফলে প্রত্যাশামত আয় বৃদ্ধির হার বাড়া দুরে থাক, মোট জাতীয় উত্‍পাদন বৃদ্ধির হার কমেই চলেছে। বৃদ্ধির হার কমার পাশাপাশি মুদ্রাস্ফীতি বেড়ে চলছে, ফলে বাজেটে ঘাটতি বাড়ার সম্ভাবনাও প্রবল। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দাম সমস্যায় ফেলে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে। দাম না বাড়িয়ে বর্ধিত মূল্যে তেল আমদানী করতে হলে, বড় ধরণের লোকসানের মুখে পড়ছে তেল সংস্থাগুলি।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বোঝা আরও বাড়াবে তা মেনে নিলেও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই অবস্থায় পেট্রোপণ্যের ওপর ভর্তুকি বাড়ানো সম্ভব নয়। সেই সঙ্গে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির রাজনৈতিক সমালোচকের প্রতি তাঁর কটাক্ষ, `পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সব রাজ্যই উপকৃত হয়, দোষ হয় শুধু কেন্দ্রীয় সরকারের `।

নিম্নমুখী আয়বৃদ্ধির হার উদ্বেগ প্রকাশ করলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করেন, দেশের অর্থনীতির ভিত এখনও শক্তিশালী। প্রণববাবুর ঘোষণা, সরকারের সামনে এখন ৩টি চ্যালেঞ্জ-আর্থিক বৃদ্ধির হার ধরে রাখা, মুদ্রাস্ফীতি কমানো, ব্যয় সংকোচ করা। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও ইউপিএ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে জানান তিনি।
দ্রুত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর্থিক বৃদ্ধির হারও দ্রুত স্বাভাবিক হবে এই সম্ভাবনাও ক্ষীণ। তা সত্ত্বেও লোকসভায় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়েয় আশ্বাস, আপাতত অর্থনীতির সামনে খুব বড় ধরনের সঙ্কট নেই।

.