মোদী সরকারের 'থ্রি টিএস, থ্রি ডিএস, থ্রি এসএস'-এর কথা জানালেন প্রণব। দেশের সার্বিক বিকাশেই গুরুত্বের কথা রাষ্ট্রপতির ভাষণে

সংসদে শুরু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন

Updated By: Jun 9, 2014, 01:22 PM IST

সংসদে শুরু হল লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন। যৌথ অধিবেশন ভাষণে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আগামী পাঁচ বছর নয়া সরকার যে পথে চলবে , বক্তৃতায় তারই রূপরেখা তুলে ধরছেন রাষ্ট্রপতি৷দেশের সার্বিক বিকাশেই গুরুত্ব মোদি সরকারের, সংসদের যৌথ অধিবেশনে এমন কথাই জানালেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বললেন ৫টি টি-এর ওপর গুরত্ব দেওয়া হবে, সেগুলি হল-
ট্র্যাডিশন (ঐতিহ্য),ট্যালেন্ট (প্রতিভা),ট্যুরিজম (পর্যটন),ট্রেড (বাণিজ্য), টেকনোলজি (প্রযুক্তি)।
যে থ্রি 'ডি'-র ওপর গুরুত্ব দেওয়া হবে-
'থ্রি ডি'- ডেমোক্রেসি (গণতন্ত্র),ডেমোগ্রাফি (জনসংখ্যা), ডিমান্ড (চাহিদা)।

যে থ্রি 'এস' এর ওপর গুরুত্ব দেওয়া হবে--

থ্রি এস-স্কিল (দক্ষতা),স্পিড (গতি),স্কেল (আয়তন)।

এক নজরে দেখে নেওয়া যাক জবাবি ভাষণে রাষ্ট্রপতি কী কী বললেন-

সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে।
সব স্কুলে চালু হবে ইন্টারনেট ব্যবস্থা।
অনুপ্রবেশ ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে সরকার

চালু হবে জাতীয় শিল্পনীতি।
বিদেশ থেকে কালো টাকা উদ্ধারে বিশেষ জোর দেওয়া হবে
সরকারি পরিষেবায় বাড়বে সরকারি দক্ষতা।

চালু হবে নতুন স্বাস্থ্য নীতি
গুরুত্ব পাবে গণবণ্টন ব্যবস্থা।
রেলে হবে হীরক চতুর্ভুজ প্রকল্প

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধান উদ্যোগ নেওয়া হবে।
সরল করা হবে কর ব্যবস্থা।
উড়ান মানচিত্রে আনা হবে ছোট শহরগুলিকে।

প্রতিটি রাজ্যে থাকবে এইমস,আইআইটি, আইএসএম।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করা হবে। সঙ্গে নতুন উত্‍সের সন্ধান করা হবে।
অভ্যন্তরীন সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হবে।

শক্তি অপচয় রুখতে ব্যবস্থা নেওয়া হবে।
১০০টি নতুন নগর তৈরি হবে

** ন্যাশনাল হেলফ কেয়ার মিশন
** প্রতিরাজ্যে এইমস গড়া হবে
**ডিজিপি ও কর আদায় কমছে
** পণ্য পরিষেবা কর কার্যকর
**উত্পাদন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি, সেইজন্য শ্রমিকবন্ধু নীতি নেওয়া হবে
** মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে সরকার
**বাণিজ্যের উন্নয়নে ফ্রেট করিডর
** রেল বিনিয়োগ বাড়ানো হবে, জার্মানের সঙ্গে যৌথ উদ্যোগ, রেলে চতুর্ভুজ করিডর তৈরি হবে। করিডরে উচ্চগতির ট্রেন চলবে। পার্বত্য রাজ্যে রেল যোগাযোগ বাড়ানো হবে।

.