মহাকাশ থেকে কেমন দেখায় কুম্ভ মেলাকে, দেখুন ছবিতে

৩টি ছবিতে ছবিতে দেখা যাচ্ছে সঙ্গমে মানুষের সমাগম। তিনটি ছবি তোলা হয়েছে তিনটি বিভিন্ন সময়ে। প্রথম ছবি তোলা হয়েছে গত বছর ৩০ নভেম্বর। 

Updated By: Jan 22, 2019, 12:55 PM IST
মহাকাশ থেকে কেমন দেখায় কুম্ভ মেলাকে, দেখুন ছবিতে

নিজস্ব প্রতিবেদন: গত ১৫ জানুয়ারি থেকে প্রয়াগে শুরু হয়েছে কুম্ভ মেলা। সঙ্গম স্নানে স্নিগ্ধ হতে সেখানে জড়ো হয়েছেন কোটি কোটি মানুষ। ইতিমধ্যে কুম্ভ মেলাকে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ মানবমিলন স্থল বলে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। কিন্তু মহাকাশ থেকে কেমন দেখতে লাগে কুম্ভ মেলাকে? প্রয়াগের বিস্তীর্ণ প্রান্ত কী ভাবে ধীরে ধীরে ভরে ওঠে মানুষে? সম্প্রতি ভাইরাল হয়েছে তারই কয়েকটি ছবি। 

সত্যিই ভোটে লড়ছেন করিনা? কী বললেন নবাব-ঘরণী?

৩টি ছবিতে ছবিতে দেখা যাচ্ছে সঙ্গমে মানুষের সমাগম। তিনটি ছবি তোলা হয়েছে তিনটি বিভিন্ন সময়ে। প্রথম ছবি তোলা হয়েছে গত বছর ৩০ নভেম্বর। দ্বিতীয়টি তোলা হয়েছে গত ২৫ ডিসেম্বর। তৃতীয় ছবি তোলা হয়েছে গত ১৯ জানুয়ারি। 

তিনটি ছবিতে দেখা যাচ্ছে কী ভাবে ধীরে ধীরে সঙ্গমে ভিড় করছেন মানুষ।   

.