শান্তিপ্রক্রিয়ার উপরে হামলা বলে নিন্দা প্রধানমন্ত্রীর, বিজেপি বলল আলোচনা উচিত নয়

জম্মু-কাশ্মীরে জোড়া জঙ্গিহানাকে শান্তিপ্রক্রিয়ার উপরে হামলা বলে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু পাক-প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু কংগ্রেসের রশিদ আলভি মনে করেন, যদি দেখা যায় অন্যান্য হামলার মতো এই হামলার পিছনেও পাক-ভূখণ্ডের জঙ্গিরাই জড়িত, তাহলে পাক-প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক বন্ধ রাখাই উচিত।

Updated By: Sep 26, 2013, 01:16 PM IST

জম্মু-কাশ্মীরে জোড়া জঙ্গিহানাকে শান্তিপ্রক্রিয়ার উপরে হামলা বলে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু পাক-প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু কংগ্রেসের রশিদ আলভি মনে করেন, যদি দেখা যায় অন্যান্য হামলার মতো এই হামলার পিছনেও পাক-ভূখণ্ডের জঙ্গিরাই জড়িত, তাহলে পাক-প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক বন্ধ রাখাই উচিত।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের বৈঠক বানচাল করতেই এই জঙ্গি হামলা।
জম্মু কাশ্মীরে জোড়া জঙ্গি হানার ঘটনায় স্পষ্ট , ভারতের বিরুদ্ধে সন্ত্রাস মোকাবিলায় কড়া অবস্থান নেয়নি পাকিস্তান। এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠক করা উচিত নয় বলেই মন্তব্য করেছেন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর।

.